১ জুলাই ২০২৫ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে বদল: প্রভাব পড়বে দৈনন্দিন জীবনে

১ জুলাই ২০২৫ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে বদল: প্রভাব পড়বে দৈনন্দিন জীবনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – আজ, ১ জুলাই ২০২৫ থেকে দেশের আর্থিক ও নাগরিক জীবনকে প্রভাবিত করতে পারে এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। রেল টিকিট থেকে শুরু করে ক্রেডিট কার্ড বিল পরিশোধ, জিএসটি রিটার্ন, প্যান কার্ড এবং এলপিজি সিলিন্ডারের দামসহ একাধিক খাতে এই পরিবর্তন কার্যকর হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো, ক্রেডিট কার্ড বিল পরিশোধের নতুন নিয়ম। এখন থেকে সমস্ত কার্ডধারীকে ভারত বিল পেমেন্ট সিস্টেম (BBPS)-এর মাধ্যমে বিল পরিশোধ করতে হবে। এর ফলে Cred, PhonePe, BillDesk-এর মতো কিছু অ্যাপে পরিবর্তন আসবে। অন্যদিকে, প্যান কার্ড তৈরির ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করা হয়েছে। আগে জন্ম সনদ বা অন্যান্য ডকুমেন্ট ব্যবহার করা গেলেও, এখন শুধুমাত্র আধার ভেরিফিকেশনই বৈধ।

রেলভ্রমণকারীদের জন্য রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার নিয়মেও পরিবর্তন এসেছে। এখন থেকে ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট প্রকাশিত হবে। যেমন, দুপুর ১টার ট্রেনের চার্ট আগের রাত ৮টাতেই তৈরি হয়ে যাবে। একইসঙ্গে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়ে ৫৭ থেকে ৫৮.৫ টাকা পর্যন্ত কমেছে, যা ব্যবসায়ীদের জন্য স্বস্তিদায়ক।

এছাড়া, UPI চার্জব্যাক সংক্রান্ত নিয়মেও ছাড় দেওয়া হয়েছে। এখন NPCI-এর অনুমোদন ছাড়াই ব্যাঙ্কগুলি বাতিল হওয়া ক্লেম পুনরায় প্রক্রিয়া করতে পারবে। GST সংক্রান্ত নিয়মেও বড়সড় বদল এসেছে। এখন থেকে GSTR-3B ফর্ম এডিট করা যাবে না এবং কেউ তিন বছর পর আর পূর্বের GST রিটার্ন জমা দিতে পারবেন না।

অন্যদিকে, ঘরোয়া বিমানযাত্রার জন্য জেট ফুয়েলের দাম প্রায় ৭.৫ শতাংশ বেড়েছে, যার ফলে ভাড়াও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দিল্লিতে জেট ফুয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৯,৩৪৬ টাকা প্রতি কিলোমিটারে। এই পরিবর্তনগুলো সাধারণ নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ী ও ভ্রমণকারীদের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top