নেতাজির এমনকিছু কথা যা আজও উদ্বুদ্ধ করে দেশবাসীকে

এমনকিছু

নেতাজির  এমনকিছু কথা যা আজও উদ্বুদ্ধ করে দেশবাসীকে। নেতাজী সুভাষ চন্দ্র বসুর  অন্তর্ধানকে আজও মেনে নিতে পারেনি কোটি কোটি মানুষ। আজও তাঁকে নিয়ে ঘনীভূত হয় রহস্যের বেড়াজাল। তাইহোকু বিমান দুর্ঘটনা বিতর্কের পরও বর্তমান সময়ের মানুষ তাঁকে খুঁজে-ফেরে। জানতে চায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। স্বাধীনতার অর্ধশতক পার করেও ভারতবাসীর চোখে আজও সেরা বীরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু।

 

১) স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। ব্রিটিশদের সঙ্গে আলাপ-আলোচনা করে করে যে স্বাধীনতা আসার নয় তা বুঝে গিয়িছেলন সুভাষ। তাঁর যুক্তি ছিল স্বাধীনতা হল এক শক্তির উন্মেষ। এই উন্মেষকে জাগাতে গেলে যুবা ভারত-কে জাগিয়ে তুলতে হবে। বিশ্বাস দেখানোর মতো প্রেরণা দিতে হবে তামাম ভারতবাসীকে।

২) মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে কখনোও স্বাধীনতা জয় করা যায় না। তার জন্য দরকার আত্মশক্তি, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।

৩) শুধুমাত্র চিন্তার জন্য কোনও ব্যক্তির মৃত্যু হতে পারে। কিন্তু, সেই চিন্তা আজীবন অমৃত থাকে এবং তা একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

আর ও পড়ুন    নেতাজির সঙ্গে কী হয়েছিল? সত্যিই কি তাইহোকু বিমান দুর্ঘটনায় তিনি প্রয়াত হন?

 

৪) যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে, তাহলে বেঁচে থাকা অনেকটা ফিকে হয়ে যায়।

৫) সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না, বা থাকা উচিত নয়।

৬) সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে।

৭) জীবনকে এমন একটি ভাবধারার মধ্যে তুলে ধরতে হবে, যাতে সত্যতা পূর্ণমাত্রায় থাকে।

 

৮) বাস্তব বোঝা কঠিন। তবে, জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে।

৯) স্বাধীনতার জন্য নিজের রক্ত​​দিয়ে মূল্য প্রদান করা আমাদের কর্তব্য।

১০) প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা, ঠিক যেন মরুলোকে নির্বাসনের মতো।

১১) নিজেকে অক্ষত রেখে যে স্বাধীনতা আসবে না তাও বলেছিলেন সুভাষ। স্বাধীনতা আনতে হলে আত্মবলিদানের মতো মানসিকতা বহন করতে হবে বলেও তিনি মনে করতেন।

 

উল্লেখ্য, নেতাজির  এমনকিছু কথা যা আজও উদ্বুদ্ধ করে দেশবাসীকে। নেতাজী সুভাষ চন্দ্র বসুর  অন্তর্ধানকে আজও মেনে নিতে পারেনি কোটি কোটি মানুষ। আজও তাঁকে নিয়ে ঘনীভূত হয় রহস্যের বেড়াজাল। তাইহোকু বিমান দুর্ঘটনা বিতর্কের পরও বর্তমান সময়ের মানুষ তাঁকে খুঁজে-ফেরে। জানতে চায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। স্বাধীনতার অর্ধশতক পার করেও ভারতবাসীর চোখে আজও সেরা বীরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু।

১) স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। ব্রিটিশদের সঙ্গে আলাপ-আলোচনা করে করে যে স্বাধীনতা আসার নয় তা বুঝে গিয়িছেলন সুভাষ। তাঁর যুক্তি ছিল স্বাধীনতা হল এক শক্তির উন্মেষ। এই উন্মেষকে জাগাতে গেলে যুবা ভারত-কে জাগিয়ে তুলতে হবে। বিশ্বাস দেখানোর মতো প্রেরণা দিতে হবে তামাম ভারতবাসীকে।

২) মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে কখনোও স্বাধীনতা জয় করা যায় না। তার জন্য দরকার আত্মশক্তি, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।

৩) শুধুমাত্র চিন্তার জন্য কোনও ব্যক্তির মৃত্যু হতে পারে। কিন্তু, সেই চিন্তা আজীবন অমৃত থাকে এবং তা একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে।