পঞ্চায়েত ভোটে, এবার ওবিসিদের জন্য তথ্য সংগ্রহ শুরু

পঞ্চায়েত ভোটে, এবার ওবিসিদের জন্য তথ্য সংগ্রহ শুরু. পঞ্চায়েত ভোট দোরগোড়ায়।তার প্রস্তুতি শুরু হল আলিপুরদুয়ার জেলাতেও।শনিবার ফালাকাটায় বুথ লেভেল অফিসার (বিএলও)দের ট্রেনিং দেওয়া হয়।ফালাকাটা কমিউনিটি হলে ওই ট্রেনিং হয়।তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিএলও’রা এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতিগত তথ্য সংগ্রহ করবেন।

 

এর মধ্যে বিশেষ করে যারা ওবিসি সম্প্রদায় ভুক্ত তাদের তথ্য সংগ্রহ করবেন বিএলও’রা।আজ রবিবার থেকেই এই তথ্য সংগ্রহ করবেন বিএলও’রা বলে জানাগেছে।এর পাশাপাশি আসন সংরক্ষণ এবং পুনবিন্যাসের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে।যা আগামী ১২ সেপ্টেম্বরে মধ্যে নির্বাচন কমিশনকে পাঠাতে হবে বলে জানাগেছে।

 

ফালাকাটা ব্লক নির্বাচন আধিকারিক তথা বিডিও সুপ্রতীক মজুমদার বলেন,নির্বাচন কমিশনের নির্দেশ মতো এবার এসটি–এসসি দের পাশাপাশি ওবিসি সম্প্রদায়ভুক্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।এর জন্য এদিন বিএলও’দের ট্রেনিং দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মিরিখ শীঘ্রই একটি সবুজ শহরে পরিণত হবে

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট দোরগোড়ায়।তার প্রস্তুতি শুরু হল আলিপুরদুয়ার জেলাতেও। শনিবার ফালাকাটায় বুথ লেভেল অফিসার (বিএলও)দের ট্রেনিং দেওয়া হয়।ফালাকাটা কমিউনিটি হলে ওই ট্রেনিং হয়।তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিএলও’রা এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতিগত তথ্য সংগ্রহ করবেন।এর মধ্যে বিশেষ করে যারা ওবিসি সম্প্রদায় ভুক্ত তাদের তথ্য সংগ্রহ করবেন বিএলও’রা।

 

আজ রবিবার থেকেই এই তথ্য সংগ্রহ করবেন বিএলও’রা বলে জানাগেছে।এর পাশাপাশি আসন সংরক্ষণ এবং পুনবিন্যাসের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে।যা আগামী ১২ সেপ্টেম্বরে মধ্যে নির্বাচন কমিশনকে পাঠাতে হবে বলে জানাগেছে।

ফালাকাটা ব্লক নির্বাচন আধিকারিক তথা বিডিও সুপ্রতীক মজুমদার বলেন,নির্বাচন কমিশনের নির্দেশ মতো এবার এসটি–এসসি দের পাশাপাশি ওবিসি সম্প্রদায়ভুক্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।এর জন্য এদিন বিএলও’দের ট্রেনিং দেওয়া হয়েছে। ওবিসিদের জন্য