কমনওয়েলথের আগে কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুললেন বক্সার লভলিনা

কমনওয়েলথ গেমসের আগে তুমুল বিতর্ক তুললেন লভলিনা। কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুললেন বক্সার লভলিনা বরগোহাঁই। নেটমাধ্যমে লম্বা পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন লভলিনা। লিখেছেন, ‘আজ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার সঙ্গে মানসিক অত্যাচার করা হয়েছে। যে কোচেরা আমাকে অলিম্পিক্সে পদক জিততে সাহায্য করেছেন, তাঁদের হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে।

 

এতে আমার অনুশীলনে ব্যাঘাত ঘটে প্রবল ভাবে।  তিনি অভিযোগ করেছেন, তাঁর এক কোচকে কমনওয়েলথ গেমসের ভিলেজে ঢুকতেই দেওয়া হয়নি। আর এক কোচকে সটান বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধ-উপরোধ করে এক কোচ অনুশীলনে থাকার অনুমতি পেলেও তত দিনে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। তবে রাজনীতির জন্য কোনও ভাবেই কমনওয়েলথ গেমসে খারাপ খেলতে চাই না। রাজনীতির মুখের উপর জবাব দিতে পদক জিততে চাই।’

আরও পড়ুন – 44 তম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ে

উল্লেখ্য, কমনওয়েলথ গেমসের আগে তুমুল বিতর্ক তুললেন লভলিনা। কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুললেন বক্সার লভলিনা বরগোহাঁই। নেটমাধ্যমে লম্বা পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন লভলিনা। লিখেছেন, ‘আজ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার সঙ্গে মানসিক অত্যাচার করা হয়েছে। যে কোচেরা আমাকে অলিম্পিক্সে পদক জিততে সাহায্য করেছেন, তাঁদের হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে।

 

এতে আমার অনুশীলনে ব্যাঘাত ঘটে প্রবল ভাবে।  তিনি অভিযোগ করেছেন, তাঁর এক কোচকে কমনওয়েলথ গেমসের ভিলেজে ঢুকতেই দেওয়া হয়নি। আর এক কোচকে সটান বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধ-উপরোধ করে এক কোচ অনুশীলনে থাকার অনুমতি পেলেও তত দিনে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। তবে রাজনীতির জন্য কোনও ভাবেই কমনওয়েলথ গেমসে খারাপ খেলতে চাই না। রাজনীতির মুখের উপর জবাব দিতে পদক জিততে চাই।’