বিপুল পরিমাণ মাদক উদ্ধার

পুলিশি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হলো । সোমবার গভীর রাতে আলিপুরদুয়ার -১ নং ব্লকের তপসীখাতা গ্রাম পঞ্চায়েতের ঘরঘরিয়াহাট বাজার চত্বর এলাকায় পুলিশি অভিযান চালায় সোনাপুর ফাঁড়ির পুলিশ । ঘরঘরিয়াহাটের এক ব্যক্তির বাড়ি থেকে সেখানে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে পুলিশ বাহিনী । মাদকের মধ্যে মূলত চল্লিশটিরও বেশি চোলাই মদ সহ একাধিক বিয়ারের বোতল বাজেয়াপ্ত করা হয় । পুলিশি অভিযানের আঁচ পেয়েই চম্পট দেয় ঠেকে থাকা ব্যক্তিরা ।

 

আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার ধাবা, বারের পাশাপাশি গ্রামেও অবৈধভাবে কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত । জেলার নতুন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী দায়িত্ব নেবার পর লাগাতার মদবিরোধী অভিযান কর্মসূচি চলছে । সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি মিংমা শেরপার নেতৃত্বে সাত থেকে আটজন পুলিশকর্মী এদিন ওই স্পেশাল মাদক অভিযান চালায় । মিংমাবাবু জানান, পুলিশ সুপারের নির্দেশে আমাদের এই ধরনের অভিযান গোটা এলাকায় লাগাতার চলছে । ভবিষ্যতেও এই অভিযান জারি থাকবে ।

আরও পড়ুন – প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম

উল্লেখ্য, পুলিশি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হলো । সোমবার গভীর রাতে আলিপুরদুয়ার -১ নং ব্লকের তপসীখাতা গ্রাম পঞ্চায়েতের ঘরঘরিয়াহাট বাজার চত্বর এলাকায় পুলিশি অভিযান চালায় সোনাপুর ফাঁড়ির পুলিশ । ঘরঘরিয়াহাটের এক ব্যক্তির বাড়ি থেকে সেখানে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে পুলিশ বাহিনী । মাদকের মধ্যে মূলত চল্লিশটিরও বেশি চোলাই মদ সহ একাধিক বিয়ারের বোতল বাজেয়াপ্ত করা হয় । পুলিশি অভিযানের আঁচ পেয়েই চম্পট দেয় ঠেকে থাকা ব্যক্তিরা ।

 

আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার ধাবা, বারের পাশাপাশি গ্রামেও অবৈধভাবে কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত । জেলার নতুন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী দায়িত্ব নেবার পর লাগাতার মদবিরোধী অভিযান কর্মসূচি চলছে । সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি মিংমা শেরপার নেতৃত্বে সাত থেকে আটজন পুলিশকর্মী এদিন ওই স্পেশাল মাদক অভিযান চালায় । মিংমাবাবু জানান, পুলিশ সুপারের নির্দেশে আমাদের এই ধরনের অভিযান গোটা এলাকায় লাগাতার চলছে । ভবিষ্যতেও এই অভিযান জারি থাকবে ।