খরদহ থানার পুলিশের বড়সড় সাফল্য

খরদহ থানার পুলিশের বড়সড় সাফল্য,চুরি ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল খরদহ থানার পুলিশ,মোবাইল ফিরে পেয়ে যথেষ্টই খুশি গ্রাহকেরা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি ধারণা খুব একটা ভালো নয়, পুলিশ নাকি ঘুষ খেয়ে অনেক মামলা ধামাচাপা দিয়ে দেয় বলে অভিযোগ ওঠে, বহু সময় দেখা যায় পুলিশের থেকে বঞ্চনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু মানুষের এই ভ্রান্ত ধারণা সম্পূর্ণ দূর হয়ে যাবে খরদহ থানার এই সাফল্য দেখে,

 

বেশ কয়েকদিন ধরে খরদহ থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনা খড়দহ থানায় প্রচুর অভিযোগ আকারে জমা পড়ছিল, খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকারের নেতৃত্বে 7 সদস্যের একটি টিম গঠন করা হয় চুরি ও ছিনতাই হয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য, খরদহ থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় গোপনে অভিযান চালায় এই এই ৭ সদস্যের পুলিশের প্রতিনিধি দল,

আরও পড়ুন- বিপুল পরিমাণ রেশনের চাল, আটা বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

দীর্ঘ দুমাস অভিযান চালানোর পর চুরি ও ছিনতাই হওয়া মোট ৩০ টি মোবাইল উদ্ধার করে গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল খড়দহ থানার পুলিশ, উদ্ধার হওয়া মোবাইল গ্রাহকরা ফিরে পেয়ে তারা যথেষ্টই খুশি পাশাপাশি খড়দহ থানার পুলিশের এত বড় সাফল্যে পুলিশের প্রতি আগামী দিনে মানুষের আস্তা ভরসা বিশ্বাস বাড়বে এমনটাই মনে করছেন খড়দহ থানা অঞ্চলের বাসিন্দারা,যে সমস্ত গ্রাহকদের উদ্ধার হওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে একটি সচেতন ও সাবধানতামূলক সেমিনার ও অনুষ্ঠিত করা হয় খড়দহ থানার পক্ষ থেকে। পুলিশের বড়সড় সাফল্য