পুলিশের তৎপরতায় ঘাতক টোটো চালক গ্রেপ্তার

পুলিশের

পুলিশের তৎপরতায় ঘাতক টোটো চালক গ্রেপ্তার। বাজেয়াপ্ত ঘাতক টোটোটি।  ধৃত টোটো চালককে তোলা হল বারাসাত আদালতে। জানা গিয়েছে, চলতি মাসের ৩ নভেম্বর সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়ে বেপরোয়া টোটোর ধাক্কায় গুরুতর আহত হন উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসতের  নতুন পুকুর সুকান্তনগরের ৬৯ বছরের দীপক কুমার সেন।

 

বারাসাতে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকার পর ৬  নভেম্বর ভোর রাতে তার মৃত্যু হয়। এলাকার সিসিটিভি ফুটেজে ঘটনার মর্মান্তিক ছবি সামনে আসতেই বারাসাত থানায় ঘাতক টোটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।

 

আর ও পড়ুন    মেঘ কাটলেই জাঁকিয়ে নামতে চলেছে শীত

 

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বারাসাত থানার পুলিশ। এরপর নির্ভরযোগ্য সূত্র মারফত খবর পেয়ে শনিবার বিকেলে হৃদয়পুর থেকে ঘাতক টোটো চালককে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। বাজেয়াপ্ত করে ঘাতক টোটো টিও।

 

পুলিশ সুত্রে জানা গিয়েছে,   ধৃত টোটো চালকের নাম সুজিত রায়, হৃদয়পুর বেঙ্গল কেমিক্যাল এলাকার বাসিন্দা। রবিবার ধৃত টোটো চালককে IPC ২৭৯, ৩৩৮ ও ৩০৪(A) ধারায় মামলা রুজু করে বারাসাত আদালতে তুললো বারাসাত থানার পুলিশ।

 

উল্লেখ্য,  পুলিশের তৎপরতায় ঘাতক টোটো চালক গ্রেপ্তার। বাজেয়াপ্ত ঘাতক টোটোটি।  ধৃত টোটো চালককে তোলা হল বারাসাত আদালতে। জানা গিয়েছে, চলতি মাসের ৩ নভেম্বর সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়ে বেপরোয়া টোটোর ধাক্কায় গুরুতর আহত হন উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসতের  নতুন পুকুর সুকান্তনগরের ৬৯ বছরের দীপক কুমার সেন।

 

বারাসাতে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকার পর ৬  নভেম্বর ভোর রাতে তার মৃত্যু হয়। এলাকার সিসিটিভি ফুটেজে ঘটনার মর্মান্তিক ছবি সামনে আসতেই বারাসাত থানায় ঘাতক টোটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।  অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বারাসাত থানার পুলিশ। এরপর নির্ভরযোগ্য সূত্র মারফত খবর পেয়ে শনিবার বিকেলে হৃদয়পুর থেকে ঘাতক টোটো চালককে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। বাজেয়াপ্ত করে ঘাতক টোটো টিও।

 

পুলিশ সুত্রে জানা গিয়েছে,   ধৃত টোটো চালকের নাম সুজিত রায়, হৃদয়পুর বেঙ্গল কেমিক্যাল এলাকার বাসিন্দা। রবিবার ধৃত টোটো চালককে IPC ২৭৯, ৩৩৮ ও ৩০৪(A) ধারায় মামলা রুজু করে বারাসাত আদালতে তুললো বারাসাত থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ঘাতক টোটো চালক গ্রেপ্তার। বাজেয়াপ্ত ঘাতক টোটোটি।  ধৃত টোটো চালককে তোলা হল বারাসাত আদালতে। জানা গিয়েছে, চলতি মাসের ৩ নভেম্বর সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়ে বেপরোয়া টোটোর ধাক্কায় গুরুতর আহত হন উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসতের  নতুন পুকুর সুকান্তনগরের ৬৯ বছরের দীপক কুমার সেন।