কমনওয়েলথে সবচেয়ে সফল ভারতীয় অ্যাথিলট কে?

কমনওয়েলথে সবচেয়ে সফল ভারতীয় অ্যাথিলট কে? এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসের সবচেয়ে সফল অ্যাথলিট হলেন শুটার জসপাল রানা। শুটিং কেরিয়ারে কমনওয়েলথ গেমস থেকে নয়টি সোনা, চারটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পেয়েছেন তিনি। ১৯৯৪ সালের ব্রিটিশ কলাম্বিয়ায় কমনওয়েলথে মনে রাখার মতো অভিষেক হয় রানার। প্রথমবারই ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপোর পদক আসে জসপালের ঝুলিতে। ১০ মিটার এয়ার পিস্তলের ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ এবং ছেলেদের সেন্টার ফায়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক। ১৯৯৮ সালের কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসেও ধারাবাহিকতা বজায় রাখেন জসপাল রানা।

 

ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো, একই ইভেন্টে জুটি বেঁধে দ্বিতীয় স্থানে শেষ করেন। একইসঙ্গে সেন্টার ফায়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত এবং দলগত বিভাগে সোনার পদক জেতেন। এখানেই শেষ নয়। ২০০২ কমনওয়েলথ গেমসের আসর বসেছিল ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে। সেবার ছয়টি পদক আসে জসপাল রানার ঝুলিতে। ছেলেদের এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন তিনি। এরপর একই বিভাগের পেয়ার ইভেন্টে রুপো এবং ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে জোড়া সোনা। আরও দুটি সোনার পদক আসে সেন্টার ফায়ার পিস্তল বিভাগের ব্যক্তিগত এবং দলগত বিভাগে। ২০০৬ সালের মেলবোর্ন কমনওয়েলথ গেমস ছিল রানার শেষ অ্যাপিয়ারেন্স। সেন্টার ফায়ার পিস্তল দলগত বিভাগে সোনা জেতেন। পদক তালিকায় জসপাল রানার পরেই রয়েছেন বর্ষীয়ান শুটার সমরেশ জং।

আরও পড়ুন – 44 তম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ে

উল্লেখ্য, কমনওয়েলথে সবচেয়ে সফল ভারতীয় অ্যাথিলট কে? এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসের সবচেয়ে সফল অ্যাথলিট হলেন শুটার জসপাল রানা। শুটিং কেরিয়ারে কমনওয়েলথ গেমস থেকে নয়টি সোনা, চারটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পেয়েছেন তিনি। ১৯৯৪ সালের ব্রিটিশ কলাম্বিয়ায় কমনওয়েলথে মনে রাখার মতো অভিষেক হয় রানার। প্রথমবারই ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপোর পদক আসে জসপালের ঝুলিতে। ১০ মিটার এয়ার পিস্তলের ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ এবং ছেলেদের সেন্টার ফায়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক। ১৯৯৮ সালের কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসেও ধারাবাহিকতা বজায় রাখেন জসপাল রানা।