কমনওয়েলথে তিন বঙ্গতনয়া

কমনওয়েলথে তিন বঙ্গতনয়া। এই তিন কন্যের থেকে পদক জয়ের আশা বঙ্গবাসীর। শুধু অ্যাথলিটই নন, বাঙালি হিসেবে বার্মিংহ্যামে থাকছেন জাতীয় জিমন্যাস্টিক্স দলের কোচ বিশ্বেশ্বর নন্দী। সবমিলিয়ে বার্মিংহ্যাম জমজমাট। নদিয়া জেলার মদনপুরের বাসিন্দা বছর কুড়ির তরুণী ত্রিয়াশা পাল। কমনওয়েলথ সাইক্লিংয়ে অংশ নেবেন ত্রিয়াশা। বাংলা থেকে এই প্রথম কোনও সাইক্লিস্ট কমনওয়েলথ গেমসে নামতে চলেছেন। ২০১৯ সালের এশিয়ান জুনিয়র সাইক্লিং, এশিয়া কাপ সাইক্লিং, জার্মানির ফ্র্যাঙ্কফুটে অনুষ্ঠিত ওয়ার্ল্ড জুনিয়র সাইক্লিং প্রতিযোগিতার অংশ ছিলেন ত্রিয়াশা।

 

ত্রিয়াশার মতো কমনওয়েলথ গেমসে প্রথমবার পা পড়তে চলেছে প্রতিষ্ঠা সামন্তর। হাওড়ার সাঁতরাগাছির ১৯ বছরের প্রতিষ্ঠা দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীর ছাত্রী। ২০১৮ সাল পর্যন্ত বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার পর বর্তমানে ত্রিপুরার হয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামেন প্রতিষ্ঠা। অলিম্পিকের ব্যর্থতা কমনওয়েলথ গেমসে পদক জিতে পুষিয়ে নিতে চান জিমন্যাস্ট প্রণতি নায়েক। পিংলার মেয়ে প্রণতি ২০১৪ এবং ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। বার্মিংহ্যাম কমনওয়েলথে ভল্ট দেওয়ার জন্য নিজেকে তৈরি করেছেন প্রণতি।

আরও পড়ুন – কমনওয়েলথের আগে কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুললেন বক্সার লভলিনা

উল্লেখ্য, কমনওয়েলথে তিন বঙ্গকন্যা। এই তিন কন্যের থেকে পদক জয়ের আশা বঙ্গবাসীর। শুধু অ্যাথলিটই নন, বাঙালি হিসেবে বার্মিংহ্যামে থাকছেন জাতীয় জিমন্যাস্টিক্স দলের কোচ বিশ্বেশ্বর নন্দী। সবমিলিয়ে বার্মিংহ্যাম জমজমাট। নদিয়া জেলার মদনপুরের বাসিন্দা বছর কুড়ির তরুণী ত্রিয়াশা পাল। কমনওয়েলথ সাইক্লিংয়ে অংশ নেবেন ত্রিয়াশা। বাংলা থেকে এই প্রথম কোনও সাইক্লিস্ট কমনওয়েলথ গেমসে নামতে চলেছেন। ২০১৯ সালের এশিয়ান জুনিয়র সাইক্লিং, এশিয়া কাপ সাইক্লিং, জার্মানির ফ্র্যাঙ্কফুটে অনুষ্ঠিত ওয়ার্ল্ড জুনিয়র সাইক্লিং প্রতিযোগিতার অংশ ছিলেন ত্রিয়াশা।

 

ত্রিয়াশার মতো কমনওয়েলথ গেমসে প্রথমবার পা পড়তে চলেছে প্রতিষ্ঠা সামন্তর। হাওড়ার সাঁতরাগাছির ১৯ বছরের প্রতিষ্ঠা দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীর ছাত্রী। ২০১৮ সাল পর্যন্ত বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার পর বর্তমানে ত্রিপুরার হয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামেন প্রতিষ্ঠা। অলিম্পিকের ব্যর্থতা কমনওয়েলথ গেমসে পদক জিতে পুষিয়ে নিতে চান জিমন্যাস্ট প্রণতি নায়েক। পিংলার মেয়ে প্রণতি ২০১৪ এবং ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। বার্মিংহ্যাম কমনওয়েলথে ভল্ট দেওয়ার জন্য নিজেকে তৈরি করেছেন প্রণতি।