পূর্ব বর্ধমানের কামনাড়ায় যুব সংসদে অংশ নিল ছোটরা

পূর্ব বর্ধমানের কামনাড়ায় যুব সংসদে অংশ নিল ছোটরা। চারদিকে নানা কেলেংকারী। জনপ্রতিনিধিদের নিয়ে নানা বিতর্ক। এরই মাঝখানে স্বাধীনতার অমৃত মহোৎসব। নতুন প্রজন্ম যদি আমাদের সংসদীয় ব্যবস্থাকে না জানে তবে সে বড় সুখের কথা নয়। সে কথা জানাতেই পূর্ব বর্ধমানের কামনাড়ায় যুব সংসদে অংশ নিল ছোটরা।

যুব সংসদ বা ইয়ুথ পার্লামেন্ট। এই প্রতিযোগিতা খুবই আকর্ষণীয়। এতে শাসকদল আর বিরোধীপক্ষের মধ্যে যুক্তির লড়াই হয়। থাকেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। থাকেন স্পিকার ; ডেপুটি স্পিকার ; মার্শাল ; দেহরক্ষী ও কর্মীরা। হুবহু আসল বিধানসভার মতই। এখানে দেশ রাজ্য ও নাগরিকদেত কল্যাণে নানা নীতি প্রণয়ন হয়। তার ভালমন্দ ও রূপায়ণের সাফল্য ব্যর্থতা আলোচিত হয়। দু পক্ষ বাক্যবাণে একে অপরকে বিদ্ধ করে। আসলে যারা একই ক্লাসের সহপাঠী। চারটি স্কুল অংশ নিয়েছিল এতে।এছাড়াও ছিল তাৎক্ষণিক বক্তৃতা ও বিতর্ক। ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া ছিল লক্ষ্য করার মত।

বর্ধমান সদর ১ ব্লক প্রশাসন এর আয়োজন। সমষ্টি উন্নয়ন আধিকারিক ( বিডিও) অভিরূপ ভট্টাচার্য জানান; সংসদীয় রীতিনীতির সাথে ছাত্রছাত্রীদের পরিচিতি ও শ্রদ্ধাশীল করে তুলতে এই উদ্যোগ। ছাত্রী শুচিশ্রী মিশ্র জানালো এই কর্মসূচি তারা খুব উপভোগ করেছে। শিক্ষিকা শতাব্দী মুখার্জি জানান; পঠনপাঠন ছাড়াও দেশগঠনে ছাত্রীদের এগিয়ে আসতে হবে। তাই এই কর্মসূচি খুব দরকার ছিল।

আরও পড়ুন- বিপুল পরিমাণ রেশনের চাল, আটা বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

উল্লেখ্য, চারদিকে নানা কেলেংকারী। জনপ্রতিনিধিদের নিয়ে নানা বিতর্ক। এরই মাঝখানে স্বাধীনতার অমৃত মহোৎসব। নতুন প্রজন্ম যদি আমাদের সংসদীয় ব্যবস্থাকে না জানে তবে সে বড় সুখের কথা নয়। সে কথা জানাতেই পূর্ব বর্ধমানের কামনাড়ায় যুব সংসদে অংশ নিল ছোটরা।

 

যুব সংসদ বা ইয়ুথ পার্লামেন্ট। এই প্রতিযোগিতা খুবই আকর্ষণীয়। এতে শাসকদল আর বিরোধীপক্ষের মধ্যে যুক্তির লড়াই হয়। থাকেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। থাকেন স্পিকার ; ডেপুটি স্পিকার ; মার্শাল ; দেহরক্ষী ও কর্মীরা। হুবহু আসল বিধানসভার মতই। এখানে দেশ রাজ্য ও নাগরিকদেত কল্যাণে নানা নীতি প্রণয়ন হয়। তার ভালমন্দ ও রূপায়ণের সাফল্য ব্যর্থতা আলোচিত হয়। দু পক্ষ বাক্যবাণে একে অপরকে বিদ্ধ করে। আসলে যারা একই ক্লাসের সহপাঠী। চারটি স্কুল অংশ নিয়েছিল এতে।এছাড়াও ছিল তাৎক্ষণিক বক্তৃতা ও বিতর্ক। ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া ছিল লক্ষ্য করার মত।