গতকাল মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ! বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ জনের,স্থানীয় সূত্রে খবর, সোমবার মহেশতলার একটি বাজি কারখানায় হঠাৎই বিস্ফোরণ হয়। তাতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৩ জনের। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে জনবসতিপূর্ণ ওই এলাকা।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে দেহ উদ্ধার হয়েছে। তিনটি দেহ ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই খবর।
আরও পড়ুন – নিয়োগ দুর্নীতীর টাকা কোথা থেকে এসেছে, কোথায় গিয়েছে, তার সন্ধানে নতুন এফআইআর…
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম লিপিকা হাতি, শান্তনু হাতি এবং আলো দাস। লিপিকা (৫২) ওই বাজি কারখানার মালিকের স্ত্রী। ২২ বছরের শান্তনু ওই বাজি কারখানার মালিকের ছেলে। এ ছাড়া, ১৭ বছরের যে নাবালিকার মৃত্যু হয়েছে, সে এ বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পুটখালী মণ্ডলপাড়ায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তাতেই ওই বাজি কারখানার মালিকের স্ত্রী-পুত্র এবং এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বিস্ফোরণের অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। পৌঁছে যায় মহেশতলা এবং বজবজ থানার পুলিশ। এই দুর্ঘটনার মধ্যে প্রশ্ন উঠছে ওই বাজি কারখানা তৈরির অনুমতি ছিল কি না। কারণ, এমন ঘন জনবসতি এলাকায় বাজি কারখানা করা যায় না। যদিও এ নিয়ে এখনই প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে জনবসতিপূর্ণ ওই এলাকা। গতকাল মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ! বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ জনের,স্থানীয় সূত্রে খবর, সোমবার মহেশতলার একটি বাজি কারখানায় হঠাৎই বিস্ফোরণ হয়। তাতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলে করুন Facebook পেজ এবং Youtube )