Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
২৪-এর লোকসভায় BJP এবং কংগ্রেস ক'টি করে আসন পাবে?

২৪-এর লোকসভায় BJP এবং কংগ্রেস ক’টি করে আসন পাবে? জানুন সমীক্ষা রিপোর্ট

২৪-এর লোকসভায় BJP এবং কংগ্রেস ক’টি করে আসন পাবে? জানুন সমীক্ষা রিপোর্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৪-এর লোকসভায় BJP এবং কংগ্রেস ক’টি করে আসন পাবে? জানুন সমীক্ষা রিপোর্ট,পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন। একদিকে ২৬টি দলের ইন্ডিয়া জোট আর অন্যদিকে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন NDA।কুর্সি দখলের লড়াইয়ে যুযুধান দুই পক্ষ একে অপরকে এক চুলও জমি ছাড়তে নারাজ।কিন্তু,শেষ পর্যন্ত লোকসভা দখলের লড়াইয়ে কে কাকে বাজিমাত করবে,তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা মেলেনি।নির্বাচনের আগে হাতে এখনও বেশ খানিকটা সময় থাকলেও কোন পক্ষ কতগুলি করে আসন পেতে পারে,তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করে দিয়েছে রাজনৈতিক কারবারিরা।লোকসভা নির্বাচনকে মাথায় রেখে একাধিক সংস্থা ভোট পূর্ববর্তী সমীক্ষা চালাতে শুরু করেছে।NDA-র সংখ্যাগরিষ্ঠ দল BJP মোট ক’টি লোকসভা আসন ধরে রাখতে পারবে,তা নিয়ে নানা সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য।

 

 

 

 

 

ইন্ডিয়া টুডে

৫৪৩টি আসনের উপর করা এই সমীক্ষায় দেখা গিয়েছে,২৯৮টি আসনে জয় পেতে পারে NDA।BJP একাই জয় পেতে পারে ২৮৪টি আসনে।বিরোধী জোট পেতে পারে ১৫৩টি আসন।অন্যরা পেতে পারে ৯২টি আসন।এই সমীক্ষাটি চালানো হয়েছে চলতি বছর জানুয়ারি মাসে।ফলে ইন্ডিয়া জোট গঠনের আগেই করা হয়েছে এই সমীক্ষা।

 

 

 

 

টাইমস নাও ইটিজি সার্ভে

গত জুন মাসে করা এই সার্ভে রিপোর্ট বলছে NDA-এর ঝুলিতে যেতে পারে ২৮৫ থেকে ৩২৫টি আসন।বিরোধী জোট পেতে পারে ১১১ থেকে ১৪৯টি আসন।কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৮.৮২ শতাংশ ভোট। BJP পেতে পারে ৩৮.০৮ শতাংশ ভোট।অন্যরা পেতে পারে ৩৩.১০ শতাংশ ভোট।এই সার্ভেও হয়েছে ইন্ডিয়া জোট তৈরির আগে।

 

 

 

ইন্ডিয়া জোট তৈরির পর সমীক্ষা রিপোর্ট কী বলেছে?

ইন্ডিয়া টিভি সিএনএক্স যৌথ সমীক্ষায় দেখা গিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট পেতে পারে ১৭৫টি আসন।NDA জোট পেতে পারে ৩১৮টি আসন।অন্যরা পেতে পারে ৫০টি আসন।কেবলমাত্র BJP একাই পেতে পারে ২৯০টি আসন।কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৬৬টি আসন।

 

 

 

আরও পড়ুন –  ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা, স্থগিত চার ধাম যাত্রা

 

 

 

চলতি বাদল অধিবেশনে লোকসভায় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী ইন্ডিয়া জোট।কিন্তু, বিরোধীশূন্য লোকসভায় শেষ পর্যন্ত ধ্বনিভোটে পরাজিত হয় অনাস্থা প্রস্তাব।মণিপুরের অশান্তি, হরিয়ানার হিংসা,টমেটোর দাম বৃদ্ধি কিংবা করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের মতো ইস্যুগুলিকে মাথায় রেখে লোকসভা নির্বাচনে ভোটাররা কোন দিকে ঝুঁকবেন,এই নিয়ে দেশজুড়ে একাধিক সার্ভে চালানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top