নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,৪ ঠা সেপ্টেম্বর : বুধবার দুপুরে বহরমপুরে চিকিৎসকের চেম্বারে গন প্রহারে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম খাবির সেখ, বহরমপুরের শাহাজাদপুর ফুলিয়া পাড়া এলাকায় বাড়ি।
সৌদি কাজ করতো, বর্তমানে রাজমিস্ত্রীর কাজ করতো।
বুধবার ১১দিকে হটাৎ সুরক্ষা নামক একটি ডাক্তার চেম্বারে ঢুকে পড়ে। ঢোকার পরই সে ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। এরপরই তাকে হাত পা বাধা বেধে মারধর শুরু করে। গণপ্রহারে ঘটনাস্থলেই মৃত্যু হয় খাবিল সেখের। কি কারনে গণপ্রহার তার তদন্তে নেমেছে পুলিশ