
নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা,১২ নভেম্বর, এক গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শবশুরবাড়ির বিরুদ্ধে, আটক স্বামী সহ শ্বশুর-শাশুড়ী।ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভা অন্তর্গত 7 নং ওয়ার্ডের নবপল্লী সূর্যসেন পল্লী দীপ্তি কল এলাকায়।
মৃত গৃহবধূর অভিযোগ, ২০১৪ সালে বিয়ের পর থেকেই নানা অছিলায় গৃহবধূ রিতা গিরি-র উপর অত্যাচার চালাত স্বামী কমল গিরি, শাশুড়ি বাসন্তী গিরি ও শ্বশুর কালি গিরি।স্বামী পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি । মাঝে মধ্যে অশান্তি চলত। কিন্তু পরে ঝামেলায় মিটমাট করলেও এদিন অশান্তি চরমে ওঠে।এদিন দুপুরে গৃহবধূর মৃত্যুর খবর আসে তার বাবা শিবাস মন্ডলের কাছে।সঙ্গে সঙ্গে তিনি ও তার স্ত্রী, মেয়ের বাড়িতে ছুটে যান ও মৃত গৃহবধূকে পড়ে থাকতে দেখেন।এরপর বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে আসে ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃত গৃহবধূর স্বামী সহ শশুর শাশুড়িকে আটক করেছে বারাসাত থানার পুলিশ।তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ।



















