বয়স ৬০, কিন্তু এখনও নীনার রূপে পাগল বহু প্রেমিক

বয়স ৬০, কিন্তু এখনও নীনার রূপে পাগল বহু প্রেমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৮ ডিসেম্বর, বয়স বাড়লেও বয়েসের ছাপ মুখে নেই। এমনকি বয়স বাড়ার সাথে যৌবন যেন আরও তাজা হচ্ছে।এবিষয়ে আর কিছু বলার থেকে বলিউডের রাজা শারুখ খানের উদাহরণ দেওয়াই যথেষ্ট। তবে এক্ষেত্রে নীনা গুপ্তার কোথাও ভুলে গেলে চলবে না। অভিনয়ের ক্ষেত্রে নীনা গুপ্তার জনপ্রিয়তা নতুন করে বলতে লাগে না। এছাড়াও রসবোধেও ইন্ডাস্ট্রিতে তাঁকে টেক্কা দেওয়া বেশ কঠিন। সাথে যতই বয়স বাড়ছে, তিনি যে স্টাইলে আজও পিছিয়ে নেই সেটাই বুঝিয়ে দিচ্ছেন নীনা গুপ্তা। নীনার এই রূপে পাগল অনেক প্রেমিক।

প্রায়ই তাঁকে মেয়ে মাসাবা গুপ্তার ডিজাইন করা ড্রেস পরে দেখতে পাওয়া যায়। তাঁর ইন্সট্রাগামে চোখ রাখলেই দেখা যায় তাঁকে নিত্য নতুন ড্রেসে সাথে মানানসই ক্যাপসনও। ছবি দেখে ৬০ বছরের নীনা কে যেন ২৬ বছরের মনে হয়। সম্প্রতি এক ছবিতে তাঁকে দেখা যাচ্ছে কোনও এক রাস্তায় সুন্দর ফ্রক পরে দাঁড়িয়ে রয়েছেন নীনা। সাথে নজর কাড়ছে তাঁর পায়ের সাদা জুতোটিও। রয়েছে কানে বড় রিং। যা দেখে নেটিজনেরা লাইকের বন্যা বইয়ে দেয়, সাথে ভেসে আসে সুন্দর সুন্দর কম্যেন্ট। এই বয়সেও এমন পোশাকে ভক্তদের মন জিতে নেন তিনি।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top