৯ ডিসেম্বর, বহুদিন ধরেই সালমানের সঙ্গে ক্যাটরিনার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কানা ঘুঁষো অনেক কথাই উঠে আসছে। কিন্তু এবার সালমানকে দেখা গেল অর্ধেক বয়সী সাইয়ের সঙ্গে। সেই অর্ধেক বয়সী সাইয়ের সঙ্গে বেশ চুটিয়ে প্রেম করছে সালমান। তবে কি সত্যি এবার সম্পর্কে জড়ালো ভাইজান (সলমন খান)।কি অবাক লাগছে?
তবে এবার খুলেই বলা যাক। শুক্রবার মুক্তি পায় (Dabangg 3) দাবাং থ্রি-র নতুন গান নয়না লড়ে। গানে সাই মঞ্জরেকরের সঙ্গে অনস্ক্রিনে রোমান্স করতে দেখা যায় সলমন খানকে। দুজনের প্রেমের লীলায় বেশ জনপ্রিয় হল গানটি।প্রথম জীবনে চুলবুল পান্ডে যার জন্য পাগল ছিলেন, সলমনের সেই প্রথম জীবনের ভালবাসার মানুষের ভূমিকায় অভিনয় করতে দেখা গেল সাইকে।নয়না লড়ে মুক্তি পাওয়ার পর সুপারস্টার সলমনের প্রশংসা শুরু করে দেন নেটিজেনরা। গানটি মুক্তির পর সকলেই সালমানের রোম্যান্স দেখে মুগ্ধ হন, সাথে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার বলে সম্মোধন করতে শুরু করেন। সকলেই তাঁর এই সিনেমার মুক্তির জন্য অপেক্ষায় আছেন।সাথে তাঁর ছবির নতুন নতুন গানে মন ভোরে মজা নিচ্ছেন।



















