নগ্নতাকে সেলিব্রেশনের মোড়কে উপভোগ করলেন মিলিন্দ সোমান

নগ্নতাকে সেলিব্রেশনের মোড়কে উপভোগ করলেন মিলিন্দ সোমান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৫ নভেম্বর ২০২০: সম্প্রতি মিলিন্দ সোমান তাঁর ৫৫ বছরের জন্মদিনে গোয়ার সমুদ্রে নগ্ন হয়ে দৌড় দিয়েছেন। জন্মদিন উদযাপনের এমন পন্থা দেখে হতবাক সেলিব্রিটিরা। তাঁর এই বিশেষ মুহূর্তের সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার।

স্বামীর এই কাপড়বিহীন ছবিও ক্যামেরা বন্দি করেছেন তিনি নিজেই। ছবিটি নিজের ইন্সটাগ্রাম এবং টুইটারে শেয়ার করেছেন মিলিন্দ। এদিকে তাঁর এরকম জন্মদিন উদযাপনের পক্রিয়াকে কেন্দ্র করে নানা অভিনেতা নানা মন্তব্য করেছেন। এই ছবি অভিনেতা অঙ্কুশ হাজরার কাছে পজেটিভ সেলিব্রেশন। তাঁর মতে , “এরকম ছবি তিনি করতে পারলে তিনিও একই ভাবে সেলেব্রেশন করবেন”। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের মতে, “মিলিন্দ সোমান মানেই এক কথায় ফিটনেস হিরো, উনি যেভাবে সমাজের গড়পড়তা নিয়মের বাইরে গিয়ে জীবনকে উপভোগ করেছেন টা সত্যিই প্রশংসনীয়। এর পাশাপাশি মন্তব্য করেছেন নানা অভিনেতারাও। এ ছবি দেখে অনেকে সমালোচনাও করেছেন।

আরও পড়ুন…দ্রুত গতিতে এগোচ্ছে ব্যারাজের লকগেট মেরামতের কাজ

এসব করে তিনি নিজেকে মূলত চাঙ্গা রাখতে চেয়েছেন। বর্তমানে মিলিন্দ সোমানের এই ছবি নিয়ে মানুষ মিম বানাতে কাজে লাগাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top