বাংলার পর এবার Tripura-তেও ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’,মাঠে আবারও দেবাংশুরা

বাংলার পর এবার Tripura-তেও ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’,মাঠে আবারও দেবাংশুরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Tripura
বাংলার পর এবার Tripura-তেও ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’,মাঠে আবারও দেবাংশুরা
সাইন টিভির সংগ্রহীত ছবি

সাইন টিভি ডেস্কঃ বাংলার পর এবার প্রতিবেশী রাজ্য Tripura-তেও ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ পালন করবে তৃণমূল।ওইদিনই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের আক্রান্ত তিন ছাত্র যুব নেতা সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্ত।

মলয় ঘটক ছাড়াও কুনাল ঘোষ, ব্রাত্য বসুদের সঙ্গে আক্রান্ত তিন ছাত্র-যুব নেতাদের জুড়ে একটি কমিটিও করে দেওয়া হয়েছে Tripura-য়। বঙ্গের সঙ্গে পড়শী এই রাজ্যের সমন্বয় সাধন করবে আপাতত এই ৬ সদস্যের কমিটি। পাশাপাশি দোলা সেন ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মত নেতাদেরও প্রয়োজনমতো ত্রিপুরা পাঠাতে পারে নেতৃত্ব।
স্বাভাবিকভাবেই Tripura-য় ‘খেলা হবে দিবস’ পালন ঘিরে উদ্দীপনা বেড়েছে। তার সঙ্গেই চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদও।

আর ও পড়ুন ;  ২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?

রাজনৈতিক মহলের মতে,বঙ্গভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই জাতীয়স্তরের রাজনীতিতে দলের গুরুত্ব বাড়াতে ঝাঁপিয়েছে তৃণমূল। সেই উদ্দেশ্যে একাধিক রাজ্যে দলের সংগঠন মজবুত করার কাজ চলছে। সেই কার্যসিদ্ধিতে আপাতত তৃণমূলের পাখির চোখ বাঙালি অধ্যুষিত ত্রিপুরা। আর তাই সেখানে পালিত হয়েছে শহিদ দিবসও। এবার সেই তালিকায় যুক্ত হল খেলা হবে দিবসও।

প্রসঙ্গত,মাত্র কয়েকমাস আগে শেষ হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই সময় ‘খেলা হবে’ স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল। সেই স্লোগানকে সামনে রেখে নতুন প্রকল্প এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেখানে ফুটবলকে বাংলার ঘরে-ঘরে পৌঁছে দেওয়া হবে। ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এই প্রকল্প তৈরি করা হয়েছে। ১৬ আগস্ট পালিত হবে এই দিবস।ঠিক হয়েছে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ক্লাবে ফুটবল বিতরণ করা হবে। রাজ্য সরকারের ধারণা, এর ফলে গ্রাম বাংলার বহু ফুটবলার উপকৃত হবেন। আর ফুটবলের প্রতি সকলের আগ্রহ জন্মাতে বাধ্য। প্রতিটি জেলায় যুব আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ত্রিপুরার ক্লাবেও কি ফুটবল বিলি হবে তা অবশ্য তৃণমূলের তরফে এখনও জানানো হয়নি।

মলয় ঘটক ছাড়াও কুনাল ঘোষ, ব্রাত্য বসুদের সঙ্গে আক্রান্ত তিন ছাত্র-যুব নেতাদের জুড়ে একটি কমিটিও করে দেওয়া হয়েছে ত্রিপুরায়। বঙ্গের সঙ্গে পড়শী এই রাজ্যের সমন্বয় সাধন করবে আপাতত এই ৬ সদস্যের কমিটি। পাশাপাশি দোলা সেন ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মত নেতাদেরও প্রয়োজনমতো ত্রিপুরা পাঠাতে পারে নেতৃত্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top