শিল্পে ( Industry ) দেশের এক নম্বর জায়গাতে পৌঁছাবে বাংলা, দাবি মমতার

শিল্পে ( Industry ) দেশের এক নম্বর জায়গাতে পৌঁছাবে বাংলা, দাবি মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
industry
 শিল্পে ( industry ) দেশের এক নম্বর জায়গাতে পৌঁছাবে বাংলা,   দাবি মমতার
ছবি সংগ্রহে সাইন টিভি

 

শিল্প( industry )  প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের ক্ষেত্রে কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়কে দেখা গেল বুধবার পানাগড় শিল্প ( industry )  তালুকে। রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে তৈরি হয়েছে শিল্পের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি আর তার চেয়ারম্যান আমি মঞ্চ থেকে মমতার এই ঘোষণা শুনেই করতালি উপস্থিত শিল্পপতিদের ও অতিথিদের।

 

মুখ্যমন্ত্রী সাফ জানালেন এবার রাজ্যে শিল্পগঠনে জোর দেওয়া হবে আর আমি চ্যালেঞ্জ করছি বাঙলা শিল্পে দেশের এক নম্বর জায়গাতে পৌঁছাবে দ্রুত।।

 

আর ও পড়ুন    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে চলতি মাসেই দুয়ারে রেশন ( Ration ) চালু হচ্ছে

 

পানাগড় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পে ( industry ) বিশেষ জোর দেয বুধবার।শিল্পে জোর মুখ্যমন্ত্রীর।দেউচা পাচামিতে শিল্প।বিশ্বের দ্বিতীয় কোল মাইনস।কম দামে বিদ্যুৎ উতপাদন হবে তাতে। চাকরি, রাস্তা,হাসপাতাল,স্কুল,কলেজ সব করে দেব।তাজপুরে শিল্প।

 

ডেডিকেটেড ফ্রেইড করিডর।ডানকুনি থেকে পানাগড়-বড়জোরা হয়ে অমৃত্সর ফ্রেইড করিডোর।৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ। দেউচায় ১৫ হাজার কোটি বিনিয়োগ।

 

দুর্গাপুর জামুড়িয়া জামালপুর ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ, ৫০ হাজার কর্মসংস্থান। জমি নেওয়া হয়ে গেছে। হাই পাওয়ার কমিটি ওয়েস্ট বেঙ্গল ইন্ড্রস্টিয়াল প্রমোসোনাল বোর্ড গঠন করেছে মুখ্যমন্ত্রী। এই বোর্ডের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী নিজে। এই বোর্ডে রয়েছে বেশকিছু মন্ত্রী।

 

বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর পশ্চিম বর্ধমান জেলায় প্রথম সফর। পোশাক শিল্পের জন্য দুই হাত বাড়িয়ে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন বৃহস্পতিবার থেকে ব্যাংক ৫টা পযন্ত খোলা থাকবে। এই দিন বলেন ব্যাংকে এত গ্রাহক বাড়ছে সুদ বাড়ানো দরকার ব্যাংকের।

 

উল্লেখ্য, পানাগড় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পে ( industry ) বিশেষ জোর দেয বুধবার।শিল্পে জোর মুখ্যমন্ত্রীর।দেউচা পাচামিতে শিল্প।বিশ্বের দ্বিতীয় কোল মাইনস।কম দামে বিদ্যুৎ উতপাদন হবে তাতে। চাকরি, রাস্তা,হাসপাতাল,স্কুল,কলেজ সব করে দেব।তাজপুরে শিল্প।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top