ফের অনুরাগীদের নজর কাড়লেন শাহরুখ কন্যা সুহানা, কীভাবে?

ফের অনুরাগীদের নজর কাড়লেন শাহরুখ কন্যা সুহানা, কীভাবে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সুহানা

ফের অনুরাগীদের নজর কাড়লেন শাহরুখ কন্যা সুহানা, কীভাবে? শাহরুখ খানের দ্বিতীয় সন্তান সুহানা এখন জনপ্রিয়তা অনেকটাই কেড়ে  নিচ্ছেন ইদানিং। নতুন করে ফের  এক চোখ ধাঁধানো ছবিতে তাক লাগালেন সুহানা। যা শুধু নজর নয়, মন কেড়ে নিয়েছে বহু অনুরাগীর। এবার রোমান্টিক মুডে নেট মাধ্যমে ধরা দিলেন শাহরুখ কন্যা।

 

নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের ছাদে বসে একা সুহানা। পরনে কালো রঙের ড্রেস। খোল চুল। খালি পা। ক্যামেরার দিকে না তাকিয়ে, সুহানা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন চাঁদের দিকে। নিউ ইয়র্কের আকাশে আধখানা চাঁদ দেখে মুগ্ধ সুহানার মন একেবারে আকাশের দিকে। সুহানার এই রোমান্টিক মুডের ছবিটিই তুমুল ভাবে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। শাহরুখ এবং সুহানার ফ্যান পেজে থেকেও পোস্ট করা হয়েছে ছবিটি।

 

আর ও পড়ুন    ঝড়খালি ইকো ট্যুরিজমে বাঘ,কুমির কেমন আছে? দেখলেন এই বিধায়ক

 

নিউ ইয়র্কে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন সুহানা। বলিউডের জোর গুঞ্জন, পড়াশোনা শেষ করেই সিনেমার জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি। এও জানা যাচ্ছে, পরিচালক জোয়া আখতারের সিনেমায় অভিনয় করেই বলিউডে অভিষেক হবে সুহানার। বলাই বাহুল্য, উত্তেজিত সুহানার অনুরাগী থেকে শাহরুখ খান নিজেও।

 

View this post on Instagram

 

A post shared by Suhana Khan (@suhanakhan2)

 

 

সপ্তাহ খানেক আগেই মা গৌরী খানের সঙ্গে পর্তুগালে ছুটি কাটাতে গিয়েছিলেন সুহানা খান। সেখান থেকে একগুচ্ছ ছবিও শেয়ার করেছিলে নেট মাধ্যমে। তার আগে, মা গৌরীর সাথে সার্বিয়ায় ছিলেন সুহানা। বেলগ্রেডে তাঁদের ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন। পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতে একার ছবি পোস্ট করেও তাক লাগিয়ে দিচ্ছেন তিনি।

 

উল্লেখ্য, নিউ ইয়র্কের আকাশে আধখানা চাঁদ দেখে মুগ্ধ সুহানার মন একেবারে আকাশের দিকে। সুহানার এই রোমান্টিক মুডের ছবিটিই তুমুল ভাবে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। শাহরুখ এবং সুহানার ফ্যান পেজে থেকেও পোস্ট করা হয়েছে ছবিটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top