ফের শুটিং এর কাজে ফিরতে চলেছেন নুসরাত জাহান

ফের শুটিং এর কাজে ফিরতে চলেছেন নুসরাত জাহান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
চলেছেন

ফের শুটিং এর কাজে ফিরতে চলেছেন নুসরাত জাহান।  গত কয়েকমাস ধরে চর্চায় যশ-নুসরত। তার মধ্যেই মা হয়েছেন তিনি। ফলে দীর্ঘ বিরতি শেষে  আবারও অভিনয় জগতে ফিরছেন নুসরাত।  তবে কার সঙ্গে জুটি বাঁধছেন?জানা গিয়েছে,  অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে ফ্লোরে আসছেন নুসরত। ছবিটি পরিচালিত করছেন সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ।

 

সিনেমার নাম ‘জয় কালী কলকাত্তাওয়ালি’। ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে সিনেমার শুটিং। তবে শুরু হয়নি নুসরতের শুটিং।  আগামী ১ অক্টোবর থেকে শুটিং  ফ্লোরে যাবেন নায়িকা। জানা যাচ্ছে, রাজারহাটে প্রথম শুটিং হবে। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

 

আর ও  পড়ুন    স্মার্ট ফোনের মাধ্যমে ব্যাঙ্কিংয়ের কাজ করেন ? তাহলে আজই সতর্ক হোন

 

জানা গিয়েছে, এই ছবির মুখ্য চরিত্রে সোহম, নুসরত ছাড়াও রয়েছে আরও দু’জন। সুস্মিতা চ্যাটার্জি ও সোমরাজ মাইতি। ছবিতে সোহম, সোমরাজ ও সুস্মিতা তিন বন্ধু। চাকরি না পাওয়ায় তারা পকেটমারি করতে শুরু করে। এরই মাঝে চুরি হয়ে যায় একটি কালীমূর্তি। সেই সূত্রেই নুসরতের সঙ্গে পরিচয় হয় সোহমের।

 

সিনেমায় নুসরতের নাম রাকা। সোহমের নাম অনীশ। তিনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একটি নাচের স্কুল চালায়। তাঁদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপরই হারিয়ে যাওয়া কালিমূর্তির কথা জানতে পারে রাকা। এরপরই কালিমূর্তিকে কেন্দ্র করে সিনেমা এগিয়েছে।

 

এই ছবির শুটিংয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই নুসরাত সমস্ত রকমের প্রস্তুতি সেরে ফেলেছেন বলেও সুত্রের খবর। ফলে এতোদিনের বিরতি শেষে ফের নুসরাতকে দেখে যেতে চলেছে শুটিং ফ্লোরে।

 

উল্লেখ্য,গত কয়েকমাস ধরে চর্চায় যশ-নুসরত। তার মধ্যেই মা হয়েছেন তিনি। ফলে দীর্ঘ বিরতি শেষে  আবারও অভিনয় জগতে ফিরছেন নুসরাত।  তবে কার সঙ্গে জুটি বাঁধছেন?জানা গিয়েছে,  অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে ফ্লোরে আসছেন নুসরত। ছবিটি পরিচালিত করছেন সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ।সিনেমার নাম ‘জয় কালী কলকাত্তাওয়ালি’। ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে সিনেমার শুটিং। তবে শুরু হয়নি নুসরতের শুটিং।  আগামী ১ অক্টোবর থেকে শুটিং  ফ্লোরে যাবেন নায়িকা। জানা যাচ্ছে, রাজারহাটে প্রথম শুটিং হবে। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

 

জানা গিয়েছে, এই ছবির মুখ্য চরিত্রে সোহম, নুসরত ছাড়াও রয়েছে আরও দু’জন। সুস্মিতা চ্যাটার্জি ও সোমরাজ মাইতি। ছবিতে সোহম, সোমরাজ ও সুস্মিতা তিন বন্ধু। চাকরি না পাওয়ায় তারা পকেটমারি করতে শুরু করে। এরই মাঝে চুরি হয়ে যায় একটি কালীমূর্তি। সেই সূত্রেই নুসরতের সঙ্গে পরিচয় হয় সোহমের।সিনেমায় নুসরতের নাম রাকা। সোহমের নাম অনীশ। তিনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একটি নাচের স্কুল চালায়। তাঁদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপরই হারিয়ে যাওয়া কালিমূর্তির কথা জানতে পারে রাকা। এরপরই কালিমূর্তিকে কেন্দ্র করে সিনেমা এগিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top