মহালয়ার পুণ্যলগ্নে তর্পণ করার জন্য গঙ্গার ঘাটগুলিতে পড়েছে লম্বা লাইন। আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। মহালয়া মানেই একদিকে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ আর অন্যদিকে মায়ের চক্ষুদান। মহালয়ার পুণ্যলগ্নে বহু স্থানে চলছে মায়ের চক্ষুদান। অন্যদিকে এদিন ভোর থেকেই গঙ্গার ঘাটগুলিতে বাড়ছে ভিড়।
তর্পণ করার জন্য ঘাটগুলিতে পড়েছে লম্বা লাইন। মূলত, মহালয়ার মাহেন্দ্রক্ষণে পূর্বপুরুষের উদ্দেশে ঘাটে ঘাটে চলেছে তপর্ণ। পণ্ডিতদের মতে, মহালয়ার সকালে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ করছে বহু মানুষ, এটা আসলে অতীতের ভিত্তিকে একবার ছুঁয়ে দেখা। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পূর্বপুরুষরা। মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদান করাই হল তর্পণ।
আর ও পড়ুন পুজোর মুখে মধ্যবিত্তদের জন্য দুসংবাদ, ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম
কলকাতার বাবুঘাট, বাগবাজার, কুমারটুলি, দক্ষিণেশ্বর, আহিরিটোলা ঘাটে পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ করতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। জেলায় জেলায় বিভিন্ন নদীর ঘাটেও চলছে তর্পণ।
তর্পণ করতে এসে গঙ্গার ঘাটে যাতে কোনও রকমের দুর্ঘটনা না ঘটে, সে দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। গঙ্গায় টলহদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ।
উল্লেখ্য, আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। মহালয়া মানেই একদিকে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ আর অন্যদিকে মায়ের চক্ষুদান। মহালয়ার পুণ্যলগ্নে বহু স্থানে চলছে মায়ের চক্ষুদান। অন্যদিকে এদিন ভোর থেকেই গঙ্গার ঘাটগুলিতে বাড়ছে ভিড়। তর্পণ করার জন্য ঘাটগুলিতে পড়েছে লম্বা লাইন। মূলত, মহালয়ার মাহেন্দ্রক্ষণে পূর্বপুরুষের উদ্দেশে ঘাটে ঘাটে চলেছে তপর্ণ। পণ্ডিতদের মতে, মহালয়ার সকালে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ করছে বহু মানুষ, এটা আসলে অতীতের ভিত্তিকে একবার ছুঁয়ে দেখা।
শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পূর্বপুরুষরা। মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদান করাই হল তর্পণ। কলকাতার বাবুঘাট, বাগবাজার, কুমারটুলি, দক্ষিণেশ্বর, আহিরিটোলা ঘাটে পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ করতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। জেলায় জেলায় বিভিন্ন নদীর ঘাটেও চলছে তর্পণ।



















