Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Petrol-diesel prices go up again, petrol in Kolkata goes up by 105 per liter

ফের দাম বাড়ল পেট্রল-‌ডিজেলের, কলকাতায় পেট্রোলের দাম ১০৫ পেরোলো

ফের দাম বাড়ল পেট্রল-‌ডিজেলের, কলকাতায় পেট্রোলের দাম ১০৫ পেরোলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পেরোলো

ফের দাম বাড়ল পেট্রল-‌ডিজেলের, কলকাতায় পেট্রোলের দাম ১০৫ পেরোলো । ফের দাম বাড়ল পেট্রল-‌ডিজেলের। এবার  কলকাতায় ১০ টাকা পেরোল পেট্রলের দাম। ২৯ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রলের দাম হল ১০৫ টাকা ৯ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে হল ৯৬ টাকা ২৮ পয়সা।

 

অন্যদিকে, বাণিজ্যনগরী মুম্বইয়ে লিটারপ্রতি পেট্রলের দাম দাঁড়াল ১১০ টাকা ৪১ পয়সা, ডিজেলের দাম বেড়ে ৩৭ পয়সা হয়েছে ১০১ টাকা ৩ পয়সা। চেন্নাইয়ে ৩৬ পয়সা বেড়ে পেট্রলের দাম হল ১০১ টাকা ৮৯ পয়সা, ডিজেলের দাম ৪৩ পয়সা বেড়ে হল ৯৭ টাকা ৬৯ পয়সা। রাজধানীতে লিটারপ্রতি পেট্রলের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৪৪ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম বেড়ে ৩৫ পয়সা হয়েছে ৯২ টাকা ৮২ পয়সা।

 

আর ও পড়ুন     পুজোয় কলকাতায় মিলছে হরেক রকমের বাংলাদেশী খাবারের পদ

 

উল্লেখ্য,   গত ৫ তারিখ থেকেই বেড়েছে জ্বালানির দাম। আর প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে সেই দামে। উৎসবের মরসুমে এইভাবে দাম বাড়তে থাকায় এর আঁচ পড়বে সর্বত্রই। রেস্তোরাঁ, হোটেল থেকে সবজি, মাছ-‌মাংস সব কিছুতেই বাড়তি টাকা গুনতে হবে আমজনতার। যার ফলে পুজোতেও চিন্তার ভাঁজ পড়ছে আমজনতার কপালে।

 

ফের দাম বাড়ল পেট্রল-‌ডিজেলের। এবার  কলকাতায় ১০ টাকা পেরোল পেট্রলের দাম। ২৯ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রলের দাম হল ১০৫ টাকা ৯ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে হল ৯৬ টাকা ২৮ পয়সা।  অন্যদিকে, বাণিজ্যনগরী মুম্বইয়ে লিটারপ্রতি পেট্রলের দাম দাঁড়াল ১১০ টাকা ৪১ পয়সা, ডিজেলের দাম বেড়ে ৩৭ পয়সা হয়েছে ১০১ টাকা ৩ পয়সা। চেন্নাইয়ে ৩৬ পয়সা বেড়ে পেট্রলের দাম হল ১০১ টাকা ৮৯ পয়সা, ডিজেলের দাম ৪৩ পয়সা বেড়ে হল ৯৭ টাকা ৬৯ পয়সা।

 

রাজধানীতে লিটারপ্রতি পেট্রলের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৪৪ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম বেড়ে ৩৫ পয়সা হয়েছে ৯২ টাকা ৮২ পয়সা। গত ৫ তারিখ থেকেই বেড়েছে জ্বালানির দাম। আর প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে সেই দামে। উৎসবের মরসুমে এইভাবে দাম বাড়তে থাকায় এর আঁচ পড়বে সর্বত্রই। রেস্তোরাঁ, হোটেল থেকে সবজি, মাছ-‌মাংস সব কিছুতেই বাড়তি টাকা গুনতে হবে আমজনতার। যার ফলে পুজোতেও চিন্তার ভাঁজ পড়ছে আমজনতার কপালে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top