টিভি দেখেই প্রতি সপ্তাহে রোজগার করুন ৫৩ হাজার টাকা। বিশ্ব জুড়ে শুধুই করোনা আতঙ্ক। আর তার জেরে চলছে লম্বা লকডাউন। গৃহবন্দি মানুষজন। আর এই গৃহবন্দি অবস্থায় মানুষের একমাত্র ভরসা টিভি-ই । দিনের বেশির ভাগ সময়ই সাধারণ মানুষ টিভি দেখেই সময় কাটাচ্ছেন। আর এই টিভি দেখেই যদিও মোটা টাকা রোজগার করা যায় তাহলে কেমন হতো বলুন তো!
সম্প্রতি একটি কোম্পানি এইরকম কিছু প্রার্থী খুজছে যারা টিভি দেখতে ভালবাসেন ঘণ্টার পর ঘণ্টা। তবে তার সঙ্গে সঙ্গে ইংরাজিতে সাবলীল হতে হবে। এছাড়া প্রার্থীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে। আর বেতন হিসেবে প্রতি ঘণ্টায় দেওয়া হবে ৩৫ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২৮১ টাকা। কমপক্ষে সপ্তাহে ২০ ঘণ্টা এই কাজ করতে হবে।
সেই মত প্রতি সপ্তাহে প্রার্থীরা রোজগার করতে পারবেন ৭০০ ডলারের কাছাকাছি। যা ভারতীয় মুদ্রায় ৫৩ হাজার টাকা। জানা গিয়েছে এই কাজের নাম টেক টেষ্টার। একাধিক টেকনোলোজি সংস্থা এই কাজের জন্য প্রার্থী নিয়োগ করে থাকে। মূলত টিভি, ক্যামেরা হেডফোন সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করে তার গুনমান সম্পর্কে ওই সংস্থাকে জানিয়ে থাকে।
এমনকি কোন ভুল থাকলেও তা জানাতে হবে। এর ফলে সেগুলো ঠিক করে সংস্থাগুলি ফের তা বাজারে গ্রাহকদের জন্য নিয়ে আসবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছে অনবাই নামক একটি সংস্থা। যা দ্রুত বিশ্বের বাজারে নিজেদের প্রমাণ করার জন্য চেষ্টা করে চলেছে। বাছাই করা প্রার্থীদের বেশ কিছু প্রোডাক্ট দেওয়া হবে এবং তাদের সে গুলির রিভিউ দিতে হবে।
আর ও পড়ুন মৎস্যজীবীদের জালে বন্দি হলো ৭৮কেজি ৪০০ গ্রামের তেলে ভোলা
সেই সকল প্রোডাক্টগুলি ব্যহার করে তার গুনমান সংস্থাকে জানাতে হবে। যাচাই করার পরে ২০০ শব্দের রিভিউ লিখে দিতে হবে ওই প্রোডাক্ট সম্পর্কে। সংস্থার তরফে মনে করা হচ্ছে এর ফলে যদি প্রোডাক্টে কোন সমস্যা পাওয়া যায় টা সহজে ঠিক করে ফেলা যাবে।