বিএসএফ জওয়ান এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। হুগলির কুন্তিঘাটে এক বিএসএফ জওয়ান এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের জালে চার জন ডাকাত ধরা পড়েছে। আশেপাশের এলাকায় বাকি ডাকাতের খোজে তল্লাশিচলছে বলে জানা গিয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ কুন্তিঘাট এর বেণীপুর এ সাত আট জনের সসস্ত্র ডাকাত স্থানীয় সিং বাড়িতে আসে।
ডাকাত দলটি ঢুকে বাড়ীর বাচ্মচা থেকে মহিলা বাঁধা দিতে গেলে সবাই কে মারধোর করে। ডাকাতদের মারধোরে আহত হয়েছে সাত জন। এরপর নগত টাকা গয়না সহ প্রায় পনেরো লক্ষ জিনিস নিয়ে চম্পট দেয় ডাকাত দল।
আর ও পড়ুন বিজেপিকে যত মারবে বিজেপি ততোই বাড়বে, বললেন শুভেন্দু
ঘটনার পরেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতায় ধরা পরে তিনজন ডাকাত। ঘটনাস্থলে আসে মগরা থানার পুলিশ। বাড়ীর আশে পাশের জমিতে তল্লাশি চালিয়ে ধরা পরে আরো একজন ডাকাত। তল্লাশি চলছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনাছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, বিএসএফ জওয়ান এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। হুগলির কুন্তিঘাটে এক বিএসএফ জওয়ান এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের জালে চার জন ডাকাত ধরা পড়েছে। আশেপাশের এলাকায় বাকি ডাকাতের খোজে তল্লাশিচলছে বলে জানা গিয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল
রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ কুন্তিঘাট এর বেণীপুর এ সাত আট জনের সসস্ত্র ডাকাত স্থানীয় সিং বাড়িতে আসে।ডাকাত দলটি ঢুকে বাড়ীর বাচ্মচা থেকে মহিলা বাঁধা দিতে গেলে সবাই কে মারধোর করে। ডাকাতদের মারধোরে আহত হয়েছে সাত জন। এরপর নগত টাকা গয়না সহ প্রায় পনেরো লক্ষ জিনিস নিয়ে চম্পট দেয় ডাকাত দল।
ঘটনার পরেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতায় ধরা পরে তিনজন ডাকাত। ঘটনাস্থলে আসে মগরা থানার পুলিশ। বাড়ীর আশে পাশের জমিতে তল্লাশি চালিয়ে ধরা পরে আরো একজন ডাকাত। তল্লাশি চলছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনাছড়িয়ে পড়েছে। হুগলির কুন্তিঘাটে এক বিএসএফ জওয়ান এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের জালে চার জন ডাকাত ধরা পড়েছে। আশেপাশের এলাকায় বাকি ডাকাতের খোজে তল্লাশিচলছে বলে জানা গিয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ কুন্তিঘাট এর বেণীপুর এ সাত আট জনের সসস্ত্র ডাকাত স্থানীয় সিং বাড়িতে আসে।