Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Enthusiasm surrounding the BSF's arms exhibition

বি.এস.এফ-এর অস্ত্র প্রদর্শনী ঘিরে প্রবল উতসাহ

বি.এস.এফ-এর অস্ত্র প্রদর্শনী ঘিরে প্রবল উতসাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্রবল

বি.এস.এফ-এর অস্ত্র প্রদর্শনী ঘিরে প্রবল উতসাহ । বি.এস.এফ-এর অস্ত্র প্রদর্শনী ঘিরে  উৎসাহ দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের ছাত্র ছাত্রীদের মধ্যে। রবিবার বি.এস.এফ-এর ৬১নং ব্যাটেলিয়ন হিলি বর্ডার আউটপোস্টে এবং বি.এস.এফ-এর ১৩৭নং ব্যাটেলিয়নের পক্ষ থেকে মথুরাপুর বি.এস.এফ ক্যাম্পে এই অস্ত্রপ্রদর্শনীর আয়োজন করেছিল।

 

হিলি বর্ডার আউটপোস্টে এদিন বি.এস.এফ-এর এই অস্ত্র প্রদর্শনী দেখতে শতাধিক শিশু এবং ছাত্র ছাত্রী ভীড় জমায়। বি.এস.এফ-এর হিলি আউটপোস্টে অস্ত্র প্রদর্শনী চলাকালীন উপস্থিত ছিলেন বি.এস.এফ-এর ৬১নং ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কম্যান্ড জটাশংকর সিং।

 

অপরদিকে বি.এস.এফ-এর ১৩৭নং ব্যাটেলিয়ন দ্বারা মথুরাপুর বর্ডার আউটপোস্টে আয়োজিত অস্ত্র প্রদর্শনী ঘিরে শিশু এবং ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। শিশু দিবস উপলক্ষ্যে মথুরাপুর বর্ডার আউটপোস্টে এদিন চলা এই অস্ত্র প্রদর্শনীতে লকমা প্রাথমিক বিদ্যালয়, বাঙ্গালীপুর জুনিয়র হাই স্কুল, জামালপুর জুনিয়র হাই স্কুল, মানিকো আদিবাদী হাই স্কুল, তিওয়ড় কৃষ্ণাস্টমী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট শতাধিক ছাত্র ছাত্রী অস্ত্র প্রদর্শনী দেখতে মথুরাপুর বর্ডার আউটপোস্টে ভীড় জমায়।

 

আর ও পড়ুন    বছরের শেষ চন্দ্রগ্রহণের ৯টি গুরুত্বপূর্ণ তথ্য

 

ভারতের সীমান্ত প্রহরারত বি.এস.এফ জওয়ানদের অস্ত্র-সস্ত্র তারা কাছ থেকে চাক্ষুষ করে বি.এস.এফ আধিকারিকদের কাছে অস্ত্র বিষয়ক বিবরণী শ্রবণ করে কৌতুহলি ছাত্র ছাত্রীরা কার্যত ছিল উচ্ছ্বসিত। এদিন মথুরাপুর বর্ডার আউটপোস্টে বি.এস.এফ-এর অস্ত্র প্রদর্শনী চলাকালীন উপস্থিত ছিলেন বি.এস.এফ-এর ১৩৭নং ব্যাটেলিয়নের কম্পানি কম্যান্ডার যথাক্রমে টি.টি. জেমসস্টোন এবং সঞ্জীব শর্মা, ইন্সপেক্টর হ্রদয় রাজ।

 

অস্ত্র প্রদর্শনী দেখতে আসা ছাত্ররা  জানিয়েছে সে এধরণের অস্ত্র প্রদর্শনী দেখার সূযোগ পেয়ে অনুপ্রাণিত এবং বড় হয়ে বি.এস.এফ বা ভারতীয় সেনা-তে যোগদান করতে চায়। প্রদর্শনীতে আসা ছাত্ররা  জানিয়েছে বড় হয়ে দেশরক্ষার কাজ করা অনেকের  স্বপ্ন। এদিনের এই অস্ত্র প্রদর্শনীতে অনেকে  বি.এস.এফ আধিকারিকদের কাছে সে প্রদর্শিত নতুন প্রযুক্তির অস্ত্র-সস্ত্র সমন্ধে অনেক কিছু জানতে পেরেছে। বি.এস.এফ-এর এই ধরণের শিক্ষামূলক কর্মসূচী ঘিরে ছাত্র ছাত্রীদের প্রবল উৎসাহ ঘিরে সীমান্ত এলাকার ছাত্র ছাত্রীদের অভিভাবকরাও এদিন দাবী তুলতে শুরু করেছে এধরণের কর্মসূচী আগামীতে গ্রহণের জন্য যাতে ছাত্র ছাত্রীরা অনুপ্রাণিত হয়।

 

উল্লেখ্য, বি.এস.এফ-এর অস্ত্র প্রদর্শনী ঘিরে  উৎসাহ দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের ছাত্র ছাত্রীদের মধ্যে। রবিবার বি.এস.এফ-এর ৬১নং ব্যাটেলিয়ন হিলি বর্ডার আউটপোস্টে এবং বি.এস.এফ-এর ১৩৭নং ব্যাটেলিয়নের পক্ষ থেকে মথুরাপুর বি.এস.এফ ক্যাম্পে এই অস্ত্রপ্রদর্শনীর আয়োজন করেছিল।

 

হিলি বর্ডার আউটপোস্টে এদিন বি.এস.এফ-এর এই অস্ত্র প্রদর্শনী দেখতে শতাধিক শিশু এবং ছাত্র ছাত্রী ভীড় জমায়। বি.এস.এফ-এর হিলি আউটপোস্টে অস্ত্র প্রদর্শনী চলাকালীন উপস্থিত ছিলেন বি.এস.এফ-এর ৬১নং ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কম্যান্ড জটাশংকর সিং। অপরদিকে বি.এস.এফ-এর ১৩৭নং ব্যাটেলিয়ন দ্বারা মথুরাপুর বর্ডার আউটপোস্টে আয়োজিত অস্ত্র প্রদর্শনী ঘিরে শিশু এবং ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। শিশু দিবস উপলক্ষ্যে মথুরাপুর বর্ডার আউটপোস্টে এদিন চলা এই অস্ত্র প্রদর্শনীতে লকমা প্রাথমিক বিদ্যালয়, বাঙ্গালীপুর জুনিয়র হাই স্কুল, জামালপুর জুনিয়র হাই স্কুল, মানিকো আদিবাদী হাই স্কুল, তিওয়ড় কৃষ্ণাস্টমী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট শতাধিক ছাত্র ছাত্রী অস্ত্র প্রদর্শনী দেখতে মথুরাপুর বর্ডার আউটপোস্টে ভীড় জমায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top