Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
A rare species of the owl rescued from a crow attack

কাকের আক্রমণে আহত এক বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার

কাকের আক্রমণে আহত এক বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিরল

কাকের আক্রমণে আহত এক বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার। কাকের আক্রমণে আহত এক বিরল প্রজাতির প্যাঁচাকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের হ্যান্টা কালী মোড় এলাকায়।

 

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,  হ্যান্টাকালী মোড় এলাকার ব্যবসায়ীরা দেখতে পান, একটি প্যাঁচাকে কাকের দল আক্রমণ করেছে। কাকের ঠোকর খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্যাঁচাটি। এক ঝাঁক কাক প্যাচাটিকে ঘিরে ধরে সমানে ঠোকর দিতে থাকে।

 

আর ও পড়ুন    দুটি ম্যাকাও পাখি সহ আটক এক কিশোর

 

এই দৃশ্য দেখার পর  অবশেষে কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে উদ্ধার করা হয় আহত প্যাঁচাটিকে। সুশ্রুষার পর সেটিকে নিজেরাই উদ্যোগ নিয়ে  বনে  ছেড়ে দেন তারা। স্বাভাবিকভাবেই উদ্ধার হওয়া  প্যাঁচাটিকে দেখতে ভিড় করেন এলাকার মানুষ।

 

উল্লেখ্য,কাকের আক্রমণে আহত এক বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার। কাকের আক্রমণে আহত এক বিরল প্রজাতির প্যাঁচাকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের হ্যান্টা কালী মোড় এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে,  হ্যান্টাকালী মোড় এলাকার ব্যবসায়ীরা দেখতে পান, একটি প্যাঁচাকে কাকের দল আক্রমণ করেছে।

 

কাকের ঠোকর খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্যাঁচাটি। এক ঝাঁক কাক প্যাচাটিকে ঘিরে ধরে সমানে ঠোকর দিতে থাকে। এই দৃশ্য দেখার পর  অবশেষে কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে উদ্ধার করা হয় আহত প্যাঁচাটিকে। সুশ্রুষার পর সেটিকে নিজেরাই উদ্যোগ নিয়ে  বনে  ছেড়ে দেন তারা। স্বাভাবিকভাবেই উদ্ধার হওয়া  প্যাঁচাটিকে দেখতে ভিড় করেন এলাকার মানুষ। জানা গিয়েছে,  হ্যান্টাকালী মোড় এলাকার ব্যবসায়ীরা দেখতে পান, একটি প্যাঁচাকে কাকের দল আক্রমণ করেছে।

 

কাকের ঠোকর খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্যাঁচাটি। এক ঝাঁক কাক প্যাচাটিকে ঘিরে ধরে সমানে ঠোকর দিতে থাকে। কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে উদ্ধার করা হয় আহত প্যাঁচাটিকে। সুশ্রুষার পর সেটিকে নিজেরাই উদ্যোগ নিয়ে  বনে  ছেড়ে দেন তারা। স্বাভাবিকভাবেই উদ্ধার হওয়া  প্যাঁচাটিকে দেখতে ভিড় করেন এলাকার মানুষ।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top