বিধানসভায় BSF-র এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ

বিধানসভায় BSF-র এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিরোধী

বিধানসভায় BSF-র এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ। ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের ১১২ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ভোট দিয়েছেন বিজেপির ৬৩ জন বিধায়ক। ISF বিধায়ক নৌসাদ সিদ্দিকি কোথায় ভোট দিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে তিনি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বলেই সূত্রের খবর। এখন নিয়ম অনুযায়ী এই পাশ হওয়া প্রস্তাব দিল্লিতে পাঠানো হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত।

 

 

আরও পড়ুন – স্ত্রীর কাছে স্বামীর কোন কোন স্বভাব বিরক্তিকর?

 

 

প্রসঙ্গত, মোটামুটিভাবে নিশ্চিত ছিল যে, BSF-র এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ হয়ে যাবে বিধানসভায়। কারণ, রাজ্যের শাসকদলের বিধায়ক সংখ্যা বেশি। সেই মতো এদিন ভোট হয়। ও সরকারি দলের ১১২ জন বিধায়ক BSF-র এক্তিয়ার বিরোধী প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে BJP-র ৬৩ জন এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আনা যে প্রস্তাব তাকে সমর্থন জানান তাঁরা। এদিন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় BSF-র এক্তিয়ার বাড়ানো ইস্যুটির বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করেন।

 

বিধানসভার ১৮৫ নম্বর রুল অনুযায়ী BSF-র এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাব আনা হয়। তা নিয়ে ভোটাভুটির অনুমতি দেন অধ্যক্ষ। গত ১১ অক্টোবর একটি নোটিশ জারি করে BSF-এর ক্ষমতা বাড়ানোর ঘোষণা করে কেন্দ্র সরকার। এরফলে পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমে আন্তর্জাতিক সীমান্তে ৫০ কিমি পর্যন্ত অঞ্চলে তল্লাশি, বাজেয়াপ্ত আর গ্রেফতার করতে পারবে তারা। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পঞ্জাব ও পশ্চিমবঙ্গ। পঞ্জাবের পর দ্বিতীয় রাজ্য হিসেবে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতা করে প্রস্তাব পাশ হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়৷

 

উল্লেখ্য, বিধানসভায় BSF-র এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ। ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের ১১২ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ভোট দিয়েছেন বিজেপির ৬৩ জন বিধায়ক। ISF বিধায়ক নৌসাদ সিদ্দিকি কোথায় ভোট দিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে তিনি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বলেই সূত্রের খবর। এখন নিয়ম অনুযায়ী এই পাশ হওয়া প্রস্তাব দিল্লিতে পাঠানো হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত।

RECOMMENDED FOR YOU.....