ফের মাওবাদী আতঙ্ক জঙ্গল মহল জুড়ে। ঝাড়গ্রাম জেলার একাংশ বনধ। শুনশান রাস্তাঘাট। আতঙ্কের ছায়া। কিষান দা ওরফে প্রশান্ত বোস এর গ্রেপ্তারের প্রতিবাদে ২৪ ঘন্টার ভারত বনধ এর ডাক দেয় মাওবাদীরা। তারি জেরে আজ ঝাড়গ্রাম
জেলার বেলপাহাড়ি থেকে দহিজুড়ি পর্যন্ত প্রায় সমস্ত কিছু বন্ধ। লালগড় বাজার সম্পূর্ন বন্ধ। কোনোরকম যানবাহন চলাচল করছে না আজ। শুধু মাত্র সরকারি বাস পরিষেবা চালু আছে। ঝাড়গ্রাম শহরে ও অন্যান্য দিনের থেকে মানুষ জন কম। রাস্তাঘাট অনেকটাই খালি।
আর ও পড়ুন শোয়ার ঘর থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ
দহিজুরি থেকে বেলপাহাড়ি লালগড় সমস্ত ব্যাঙ্ক বন্ধ। দীর্ঘ দিন পর আবার মানুষের মধ্যে মাও আতঙ্ক কাজ করছে। স্থানীয় সূত্রে র খবর ফের বেলপাহাড়ি, লালগড়ে স্বক্রিয় হয়েছে মাওবাদীরা। তাদের সংগঠন ও অনেকটাই পুনঃরুদ্ধার করতে পেরেছে এই দুই ব্লকে। ফলে ফের এই সমস্ত এলাকায় মাও আতঙ্ক যে বেড়েছে তার প্রমান আজকের এই বনধ।
উল্লেখ্য,
ফের মাওবাদী আতঙ্ক জঙ্গল মহল জুড়ে। ঝাড়গ্রাম জেলার একাংশ বনধ। শুনশান রাস্তাঘাট। আতঙ্কের ছায়া। কিষান দা ওরফে প্রশান্ত বোস এর গ্রেপ্তারের প্রতিবাদে ২৪ ঘন্টার ভারত বনধ এর ডাক দেয় মাওবাদীরা। তারি জেরে আজ ঝাড়গ্রামজেলার বেলপাহাড়ি থেকে দহিজুড়ি পর্যন্ত প্রায় সমস্ত কিছু বন্ধ। লালগড় বাজার সম্পূর্ন বন্ধ। কোনোরকম যানবাহন চলাচল করছে না আজ।
শুধু মাত্র সরকারি বাস পরিষেবা চালু আছে। ঝাড়গ্রাম শহরে ও অন্যান্য দিনের থেকে মানুষ জন কম। রাস্তাঘাট অনেকটাই খালি। দহিজুরি থেকে বেলপাহাড়ি লালগড় সমস্ত ব্যাঙ্ক বন্ধ। দীর্ঘ দিন পর আবার মানুষের মধ্যে মাও আতঙ্ক কাজ করছে। স্থানীয় সূত্রে র খবর ফের বেলপাহাড়ি, লালগড়ে স্বক্রিয় হয়েছে মাওবাদীরা। তাদের সংগঠন ও অনেকটাই পুনঃরুদ্ধার করতে পেরেছে এই দুই ব্লকে। ফলে ফের এই সমস্ত এলাকায় মাও আতঙ্ক যে বেড়েছে তার প্রমান আজকের এই বনধ।