ট্রেনের টিকিট জাল চক্রের সন্ধান মিললো, সাইবার ক্যাফে সিল করলো পুলিশ। রাতের অন্ধকারে হানা বড়োসড়ো জাল টিকিটের পর্দা ফাঁক করলো রেল পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিহাট মহাকুমার হাসনাবাদ থানা হাসনাবাদ বাসস্ট্যান্ডে বনবিবি সেতুর কাছের ঘটনা।
বছর ৩০,এর সাবির আলম মন্ডল সফটওয়্যার এর মাধ্যমে এদের প্রযুক্তি হ্যাক করে দূরপাল্লার ট্রেনের টিকিট সহ বিভিন্ন রেলের নথিপত্র জাল করত পাশাপাশি সেই জাল টিকিট বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করে বারাসাত আরপিএফ। গতকাল শুক্রবার রাত্রিবেলা হাসনাবাদ বাসস্ট্যান্ডে সাইবার ক্যাফেতে হানাদায় শিয়ালদাহ বারাসাত আরপিএফ এর আধিকারিকরা।
দিল্লি রাজধানী এক্সপ্রেস এর জাল টিকিট বিক্রি করে এক যাত্রীকে সে যখন দিল্লি রাজধানী এক্সপ্রেস টিকিট পরীক্ষক তার টিকিট দেখলে দেখা যায় পুরো টিকিট জাল। তখন সেই ঘটনাটা পুরো খুলে বলে এই চক্রের কথা প্রকাশ্যে আসে। শিয়ালদহ রেল পুলিশে একটা অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আরপিএফ সাবির আসলাম মন্ডল কে গ্রেফতার করে।
আর ও পড়ুন পৃথিবীতে গ্রহানুর আঘাত ঠেকাতে কি করলো নাসা? জানুন
পাশাপাশি তার সাইবার ক্যাপ সিল করে। টিকিট জাল করার সমস্ত প্রযুক্তি মেশিন সেগুলো উদ্ধার করে। রেল পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে এই সাবির বিভিন্ন সময় বিভিন্ন দূরপাল্লার ট্রেনের টিকিটের কারবারি করতো তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
আরপিএফ এর নাগালে ভুয়া জাল টিকিট কারবারি গ্রেফতার এর সঙ্গে কোন বড়োসড়ো জাল টিকিটের চক্র কারবাড়ি আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে আর পি,এফ। সাবির এর বাড়ি আমলানি ঢোল টুকারী গ্রামে ।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসশাবাদ এলাকায়।
উল্লেখ্য,ট্রেনের টিকিট জাল চক্রের সন্ধান মিললো, সাইবার ক্যাফে সিল করলো পুলিশ। রাতের অন্ধকারে হানা বড়োসড়ো জাল টিকিটের পর্দা ফাঁক করলো রেল পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিহাট মহাকুমার হাসনাবাদ থানা হাসনাবাদ বাসস্ট্যান্ডে বনবিবি সেতুর কাছের ঘটনা।বছর ৩০,এর সাবির আলম মন্ডল সফটওয়্যার এর মাধ্যমে এদের প্রযুক্তি হ্যাক করে দূরপাল্লার ট্রেনের টিকিট সহ বিভিন্ন রেলের নথিপত্র জাল করত পাশাপাশি সেই জাল টিকিট বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করে বারাসাত আরপিএফ।
গতকাল শুক্রবার রাত্রিবেলা হাসনাবাদ বাসস্ট্যান্ডে সাইবার ক্যাফেতে হানাদায় শিয়ালদাহ বারাসাত আরপিএফ এর আধিকারিকরা।দিল্লি রাজধানী এক্সপ্রেস এর জাল টিকিট বিক্রি করে এক যাত্রীকে সে যখন দিল্লি রাজধানী এক্সপ্রেস টিকিট পরীক্ষক তার টিকিট দেখলে দেখা যায় পুরো টিকিট জাল। তখন সেই ঘটনাটা পুরো খুলে বলে এই চক্রের কথা প্রকাশ্যে আসে। শিয়ালদহ রেল পুলিশে একটা অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আরপিএফ সাবির আসলাম মন্ডল কে গ্রেফতার করে।