বিরোধী দলের ভূমিকা পালন করবো আমরা, জানালেন সুকান্ত মজুমদার। কলকাতায় তৃণমূলের কে মেয়র হবে তাতে আমাদের কোন যায় আসে না, বললেন সুকান্ত মজুমদার । তৃণমূলের কে মেয়র হবে তাতে আমাদের কোন যায় আসে না আমরা বিরোধীদের ভূমিকা পালন করব যথাযথভাবে যদিও আমাদের সেই সংখ্যক আসন নেই কেননা টোটাল ছাপ্পা ভোট জিতেছে তবুও আমরা আমাদের যারা কাউন্সিলর জিতেছে তারা যথার্থভাবেই বিরোধী ভূমিকা পালন করবে! কলকাতা পুরভোটের পর এভাবেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত বাবু বলেন, আগামী দিনে জনবিরোধী কোন প্রকল্প হলে আমরা তার প্রতিবাদ করবো রাস্তায় নেমে! তৃণমূলের একখানি মুখ সেটা যে মমতা ব্যানার্জি দেড়খানা অভিষেক ব্যানার্জি আর কোন মুখ নেই! ভাবের ঘরে চুরি করা হচ্ছে তার বেশি হচ্ছে না সে একটা ভাত টিপলে যেমন বোঝা যায় ঠিক ভাত খেয়েছ কিনা একটা ভিডিও যথার্থ নয়! তৃণমূল কংগ্রেস একছত্র ক্ষমতায় এসেছে তারপরও তারা বিভিন্ন রকম বিভিন্ন পার্টির লোক ও মহিলাকে পর্যন্ত কে বিবস্ত্র করে অত্যাচার চালাচ্ছে!
তিনি বলেন, আগামী দিনে যে ফটোগুলো হবে আমরা আগেও বলেছি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার হোক সেটাও আবার পুনরাবৃত্তি করা হবে যে বাকী ভোটগুলো আছে! এই ধরনের ঘটনা বাংলার সংস্কৃতির সঙ্গে একবারই মানানসই নয় সেটা সমস্ত বাংলার মানুষ দেখছে!
আর ও পড়ুন এক গ্রাম্য বধুর প্রচেষ্টায় ডায়মন্ডহারবারে প্রতিষ্ঠিত হলো “স্বপ্ন পুস্তক” গ্রন্থালয়
সুকান্ত মজুমদারের কথায়, মান সংখ্যক বিরোধী আসন না পেলেও আমরা মানুষের জন্য রাস্তায় নেমে বিরোধিতা করবো! কর্পোরেশনের করে একতরফা নিজেদের মতো করে করবে ওরা যা ইচ্ছে তাই করুক আমরা সবাই এক্ষেত্রে বিরোধিতা করব যেটা সাধারণ মানুষের বিরুদ্ধে! সিপিএমকে কিছু উপকরণ পাইয়ে দিয়েছে যাতে করে ওরা উদযাপিত হয় সবটাই তৃণমূলের প্ল্যান!
তিনি বলেন, বিধানসভার কেউ এই ব্যাপারটা দেখা গেছে যে যেকোন ভাবে ভারতীয় জনতা পার্টির আটকাতে হবে সেজন্য এরা সরাসরি তৃণমূল কি ভোট দিতে বলেছিলেন এটা সবাই জানে! বামেদের কে উজ্জীবিত করার উনাদের যে পরিকল্পনা সেটা সফল হয়েছে! বাংলাকে নিয়ে আলাদা একটা চক্রান্ত চলছে এটার সাথে সবাই সরাসরি ভাবে যুক্ত ইসলামিক স্টেট করার চক্রান্ত চলছে বাংলাকে নিয়ে।
উল্লেখ্য, তৃণমূলের কে মেয়র হবে তাতে আমাদের কোন যায় আসে না, বললেন সুকান্ত মজুমদার । তৃণমূলের কে মেয়র হবে তাতে আমাদের কোন যায় আসে না আমরা বিরোধীদের ভূমিকা পালন করব যথাযথভাবে যদিও আমাদের সেই সংখ্যক আসন নেই কেননা টোটাল ছাপ্পা ভোট জিতেছে তবুও আমরা আমাদের যারা কাউন্সিলর জিতেছে তারা যথার্থভাবেই বিরোধী ভূমিকা পালন করবে! কলকাতা পুরভোটের পর এভাবেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু বলেন, আগামী দিনে জনবিরোধী কোন প্রকল্প হলে আমরা তার প্রতিবাদ করবো রাস্তায় নেমে!
তৃণমূলের একখানি মুখ সেটা যে মমতা ব্যানার্জি দেড়খানা অভিষেক ব্যানার্জি আর কোন মুখ নেই! ভাবের ঘরে চুরি করা হচ্ছে তার বেশি হচ্ছে না সে একটা ভাত টিপলে যেমন বোঝা যায় ঠিক ভাত খেয়েছ কিনা একটা ভিডিও যথার্থ নয়! তৃণমূল কংগ্রেস একছত্র ক্ষমতায় এসেছে তারপরও তারা বিভিন্ন রকম বিভিন্ন পার্টির লোক ও মহিলাকে পর্যন্ত কে বিবস্ত্র করে অত্যাচার চালাচ্ছে!