কংক্রিট কাটার করাতের চেইন পেটে ঢুকে মৃত্যু এক শ্রমিকের। সেতু মেরামতের কাজ করতে গিয়ে কংক্রিট কাটার করাতের চেইন পেটে ঢুকে মৃত্যু এক শ্রমিকের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আত্রেয়ী নদীর সেতুর ঘটনা। গত ১৭ তারিখে দুর্ঘটনার পর গতকাল রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত যুবকের নাম তোজামুল শেখ (২৬). বাড়ি মালদা জেলার কালিয়াচকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলায় সেতুর রেলিং ভেঙে বাস দুর্ঘটনার পর রাজ্যের বিভিন্ন সেতুতে গার্ডওয়াল এর ব্যবস্থা করা হয়। সেসময় বালুরঘাটের আত্রেয়ী নদীর সেতু তেও গার্ড ওয়াল দেওয়া হয়েছিল। কিন্তু কংক্রিটের গার্ড ওয়ালের কারণে, সেতুর ওপর প্রচুর ওজন বেড়ে যাওয়ায়, সেই গার্ড ওয়াল কাটার কাজ চলছে বালুরঘাট আত্রেয়ী সেতুতে।
গত ১৭ তারিখে কংক্রিট কাটার সময় করাতের চেইন ছিঁড়ে কর্মরত শ্রমিক তেজামুলের শরীরে আঘাত লাগে। প্রথমে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পড়ে তাকে কোলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।
আর ও পড়ুন পদ্মে অস্বস্তি, বিজেপির দুই বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানালেন
উল্লেখ্য, কংক্রিট কাটার করাতের চেইন পেটে ঢুকে মৃত্যু এক শ্রমিকের। সেতু মেরামতের কাজ করতে গিয়ে কংক্রিট কাটার করাতের চেইন পেটে ঢুকে মৃত্যু এক শ্রমিকের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আত্রেয়ী নদীর সেতুর ঘটনা। গত ১৭ তারিখে দুর্ঘটনার পর গতকাল রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত যুবকের নাম তোজামুল শেখ (২৬). বাড়ি মালদা জেলার কালিয়াচকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলায় সেতুর রেলিং ভেঙে বাস দুর্ঘটনার পর রাজ্যের বিভিন্ন সেতুতে গার্ডওয়াল এর ব্যবস্থা করা হয়।
সেসময় বালুরঘাটের আত্রেয়ী নদীর সেতু তেও গার্ড ওয়াল দেওয়া হয়েছিল। কিন্তু কংক্রিটের গার্ড ওয়ালের কারণে, সেতুর ওপর প্রচুর ওজন বেড়ে যাওয়ায়, সেই গার্ড ওয়াল কাটার কাজ চলছে বালুরঘাট আত্রেয়ী সেতুতে। গত ১৭ তারিখে কংক্রিট কাটার সময় করাতের চেইন ছিঁড়ে কর্মরত শ্রমিক তেজামুলের শরীরে আঘাত লাগে। প্রথমে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পড়ে তাকে কোলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।