সিপিআইএমকে কুকুরের সাথে তুলনা করলেন অশোকনগরের বিধায়ক। প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উদাহরণ স্বরূপ সিপিআইএমকে কুকুরের সাথে তুলনা করলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। পাল্টা প্রতিক্রিয়া সিপিআইএমের। রবিবার অশোকনগর পৌরসভার ১ এবং ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিধায়ক বলেন সিপিএমের অবস্থা কেমন জানেন?
বলেই একটু থেমে গিয়ে তিনি বলেন “মাফ করবেন,আমি “উপমা,, দেওয়ার জন্য বলছি – এটা একটি গল্প – আমি ওই রাজনৈতিক দলকে বলছি না।এই বলেই বিধায়ক একদম গল্পের ঢঙে বলতে শুরু করলেন- “দেখবেন কুকুরের পায়ে বা পিঠে ঘা হলে নিজেই চেটে চেটে সারিইয়ে কিন্তু মাথায় ঘা হলে তা আর ঠিক করতে পারে না তারপরে মারা যায়।আর বামফ্রন্ট নামে বস্তুর ২০১১ সালের পর তাদের মাথায় ঘা হয়েছে এ আর বাঁচবে না ।
এই নিয়ে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও একই কথা জানিয়ে বিধায়ক নারায়ন গোস্বামী জানান তিনি সিপিআইএমকে কুকুর বলেননি উদাহরণস্বরূপ একটি গল্প বলেছেন মাত্র।
আর ও পড়ুন ভোটের মুখে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
এই প্রসঙ্গে সিপিআইএমের অশোকনগরে প্রাক্তন বিধায়ক তথা বামফ্রন্টের নেতা সত্যসেবী কর বলেন যে যার রুচি সংস্কৃতি অনুযায়ী বক্তব্য রাখেন – কথা বলেন।আমি ওনাকে বলবো “উনি তো এখানে নতুন, এইখানকার যারা তৃণমূলের নেতা আছেন তারা ওনাকে একটু সৎ পরামর্শ দিক কারণ এটা অশোকনগরের সংস্কৃতি নয়।
এইভাবে একটি তুলনা টানা তাতে তৃণমূলের দৈন্যতাকেই তিনি প্রকাশ করছেন। পাশাপাশি তিনি বিধায়কের নাম না করে কটাক্ষের সুরে বলেন আমরা যদি মরেই যাই তাহলে মৃতপ্রায় একটি দলকে নিয়ে ওনার এত উৎকণ্ঠা কিসের?
উল্লেখ্য, সিপিআইএমকে কুকুরের সাথে তুলনা করলেন অশোকনগরের বিধায়ক। প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উদাহরণ স্বরূপ সিপিআইএমকে কুকুরের সাথে তুলনা করলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। পাল্টা প্রতিক্রিয়া সিপিআইএমের। রবিবার অশোকনগর পৌরসভার ১ এবং ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিধায়ক বলেন সিপিএমের অবস্থা কেমন জানেন? বলেই একটু থেমে গিয়ে তিনি বলেন “মাফ করবেন,আমি “উপমা,, দেওয়ার জন্য বলছি – এটা একটি গল্প – আমি ওই রাজনৈতিক দলকে বলছি না।
এই বলেই বিধায়ক একদম গল্পের ঢঙে বলতে শুরু করলেন- “দেখবেন কুকুরের পায়ে বা পিঠে ঘা হলে নিজেই চেটে চেটে সারিইয়ে কিন্তু মাথায় ঘা হলে তা আর ঠিক করতে পারে না তারপরে মারা যায়।আর বামফ্রন্ট নামে বস্তুর ২০১১ সালের পর তাদের মাথায় ঘা হয়েছে এ আর বাঁচবে না ।
এই নিয়ে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও একই কথা জানিয়ে বিধায়ক নারায়ন গোস্বামী জানান তিনি সিপিআইএমকে কুকুর বলেননি উদাহরণস্বরূপ একটি গল্প বলেছেন মাত্র।