অশোকনগর গোলবাজার হরি মন্দিরে দুঃসাহসিক চুরি। প্রকাশ্য দিবালোকে অশোকনগর গোলবাজার হরি মন্দিরে দুঃসাহসিক চুরি,ঘটনার মুহূর্তের ছবি সিসি ক্যামেরা বন্দি ঘটনাস্থলে পুলিশ। চাঞ্চল্য গোলবাজার এলাকায়।
ব্যবসায়ীরা জানিয়েছেন,গত পরশুদিন অর্থাৎ শনিবার অশোকনগর গোলবাজারে হরি মন্দিরের বাৎসরিক হরিনাম কীর্তন অনুষ্ঠান সম্পন্ন হয় সেই সময়ে অগণিত ভক্ত তারা প্রণামীর বাক্সে প্রনামী হিসেবে টাকা দেন।রবিবার দুপুরে মন্দিরে কেউ না থাকার সুযোগ নিয়ে পেছনের দরজা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের প্রনামী বাক্স ভেঙে আনুমানিক প্রায় ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
সোমবার সকালে একের পর এক সদস্যরা মন্দিরে প্রবেশ করতে নজরে আসে মন্দিরে মুল প্রণামী বাক্সটি নেই। খোঁজাখুঁজির পর দেখতে পায় মন্দির এর পেছনে প্রনামী বাক্সটি ভাঙা অবস্থায় পরে রয়েছে নর্দমায়।নগদ টাকা নিয়ে চোর পালিয়ে গেলেও খুচরো পয়সা রেখে যায় বাক্সে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ।চুরির ঘটনা সিসিক্যামেরা বন্দি।
আর ও পড়ুন ভোটের মুখে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
সিসিক্যামেরার সময় অনুযায়ী রবিবার দুপুর ৩,৩০ মিনিট নাগাদ চুরির ঘটনা ঘটেছে।ইতিমধ্যেই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ।তবে চুরির খবর গোলবাজার চত্বর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।
উল্লেখ্য, অশোকনগর গোলবাজার হরি মন্দিরে দুঃসাহসিক চুরি। প্রকাশ্য দিবালোকে অশোকনগর গোলবাজার হরি মন্দিরে দুঃসাহসিক চুরি,ঘটনার মুহূর্তের ছবি সিসি ক্যামেরা বন্দি ঘটনাস্থলে পুলিশ। চাঞ্চল্য গোলবাজার এলাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন,গত পরশুদিন অর্থাৎ শনিবার অশোকনগর গোলবাজারে হরি মন্দিরের বাৎসরিক হরিনাম কীর্তন অনুষ্ঠান সম্পন্ন হয় সেই সময়ে অগণিত ভক্ত তারা প্রণামীর বাক্সে প্রনামী হিসেবে টাকা দেন।রবিবার দুপুরে মন্দিরে কেউ না থাকার সুযোগ নিয়ে পেছনের দরজা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের প্রনামী বাক্স ভেঙে আনুমানিক প্রায় ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
সোমবার সকালে একের পর এক সদস্যরা মন্দিরে প্রবেশ করতে নজরে আসে মন্দিরে মুল প্রণামী বাক্সটি নেই। খোঁজাখুঁজির পর দেখতে পায় মন্দির এর পেছনে প্রনামী বাক্সটি ভাঙা অবস্থায় পরে রয়েছে নর্দমায়।নগদ টাকা নিয়ে চোর পালিয়ে গেলেও খুচরো পয়সা রেখে যায় বাক্সে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ।চুরির ঘটনা সিসিক্যামেরা বন্দি।