Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
‘যেসব নেতারা অস্বস্তি ঘটাচ্ছে তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া কি শুরু হল?’ ...

‘যেসব নেতারা অস্বস্তি ঘটাচ্ছে তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া কি শুরু হল?’ তৃনমূলকে খোঁচা তথাগতের

‘যেসব নেতারা অস্বস্তি ঘটাচ্ছে তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া কি শুরু হল?’ তৃনমূলকে খোঁচা তথাগতের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘যেসব নেতারা অস্বস্তি ঘটাচ্ছে তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া কি শুরু হল?’ তৃনমূলকে খোঁচা তথাগতের। ফের একবার তথাগতের নিশানায় তৃনমূল। এসএসসি মামলায় দূর্নীতির অভিযোগ ওঠে। যার ফলে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের মুখপাত্র কূনাল ঘোষ বলেন, এসএসসি দূর্নীতি সংক্রান্ত যাবতীয় তথ্য পার্থ চট্টোপাধ্যায় দিতে পারবেন। আর তারপরই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। প্রশ্ন ওঠে তবে কি তৃনমূলের মুখপাত্র পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলছেন।

 

আর এরপরই মুখ খুললেন তথাগত রায়। শনিবার তিনি‌ একটি টুইট করেন। সেখানে লেখেন, “প্রথমে অনুব্রত বড় নেতা। তারপর পার্থবাবু বলতে পারবেন।কুণাল নেহাতই ফড়ে। যথাস্থান থেকে হুকুম না এলে একটা কথা বলতে পারবে না। যেসব নেতারা অস্বস্তি ঘটাচ্ছে তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া কি শুরু হল? অভিযোগের আঙুল কি ধীরে ধীরে উপরে উঠছে?”

আরও পড়ুন    ভুটান সীমান্ত জয়ঁগা তোর্ষা নদীতে চালু হতে চলেছে রিভার রাফটিং

তাঁর এই টুইটের পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তৃনমূল আমলে যে ভাবে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ উঠে আসছে তাতে স্বাভাবিক ভাবেই এই ইস্যুকে হাতিয়ার করবে বিরোধী দল এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আর সেই অস্ত্র প্রয়োগ করা থেকে বিরত থাকলেন না তথাগতও।

শনিবার এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, কূনাল তৃনমূলের মন্ত্রীর সভার কেউ নন। তৃনমূলের কোনো নেতা অন্যায় করতে পারেন না। অন্যায় করেনি। আর তারপরই সুর নরম করে কূনাল বলেন, ফিরহাদ একজন বড় নেতা। তার বিরোধিতা তো নয়ই বরং স্বাগত জানাই তার বক্তব্যকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top