এবার বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা নিল জয়নগরের বিধায়ক

এবার বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা নিল জয়নগরের বিধায়ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবার বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা নিল জয়নগরের বিধায়ক। জয়নগরের বিধায়কের তৎপরতায় এবার বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা নিল বহরু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন যাবৎ বহরু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত এলাকায় p.h.e. জল সরবরাহের একমাত্র রিজার্ভার খারাপ থাকায় পানীয় জল সংকটে ভুগছে বহরু অঞ্চলের কয়েক শ পরিবার।

 

এই অঞ্চলের মাত্র কয়েকটি টিউবওয়েল থেকে পানীয় জল নিয়ে দিনযাপন করছিল এলাকার মানুষ। কিন্তু সম্প্রতি গরমের তাপদাহে জলস্তর নেমে যাওয়ায় সেই সব টিউব ওয়েলএ – ও আর জল উঠছে না। তাই পানিও জল সমস্যায় দিন কাটাচ্ছে বহরু অঞ্চলের শতাধিক পরিবার। বিষয়টি নিয়ে স্থানীয় অঞ্চল প্রধান স্নেহাশীষ নাইয়া বিধায়কের দ্বারস্থ হন।

 

বিধায়ক বিষয়টি গুরুত্ব দিয়ে p.h.e. দপ্তরের সঙ্গে কথা বলেন এবং দক্ষিণ বারাশত এর p.h.e. র যে আর্সেনিকমুক্ত জলের রিজার্ভার আছে সেখান থেকে অস্থায়ী জলের ট্যাংকের মাধ্যমে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বহরু অঞ্চল প্রধান স্নেহাশীষ নাইয়া বলেন, গতকাল থেকে তারাবো অঞ্চলের সমস্ত গ্রামের জল দেওয়া শুরু করেছেন এবং যতদিন এই জল সমস্যা থাকবে , ততদিন তারা বাড়িতে বাড়িতে জল সরবরাহ করবেন। গ্রীষ্মের তাপদাহে র মধ্যে বাড়িতে এভাবে পানীয় জল পেয়ে খুশি বহুরু অঞ্চলের মানুষ

আরও পড়ুন – প্রবল বর্ষণ মালদায়-খুশির ঈদে অখুশি রইলেন মুসলিম সম্প্রদায়!

উল্লেখ্য, জয়নগরের বিধায়কের তৎপরতায় এবার বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা নিল বহরু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন যাবৎ বহরু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত এলাকায় p.h.e. জল সরবরাহের একমাত্র রিজার্ভার খারাপ থাকায় পানীয় জল সংকটে ভুগছে বহরু অঞ্চলের কয়েক শ পরিবার।

 

এই অঞ্চলের মাত্র কয়েকটি টিউবওয়েল থেকে পানীয় জল নিয়ে দিনযাপন করছিল এলাকার মানুষ। কিন্তু সম্প্রতি গরমের তাপদাহে জলস্তর নেমে যাওয়ায় সেই সব টিউব ওয়েলএ – ও আর জল উঠছে না। তাই পানিও জল সমস্যায় দিন কাটাচ্ছে বহরু অঞ্চলের শতাধিক পরিবার। বিষয়টি নিয়ে স্থানীয় অঞ্চল প্রধান স্নেহাশীষ নাইয়া বিধায়কের দ্বারস্থ হন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top