হাবরায় পুকুরে স্নান করতে নেমে কানে মাছ ঢুকে বিপত্তি। কালিদাস তাপস রাহা নামে এক ব্যক্তি বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে নামে প্রত্যেক দিনের মতো, স্নান করতে নেমে ঘটে বিপত্তি কানের মধ্যে কিছু একটা ঢুকে যায় আর সাথে সাথে বাড়িতে গিয়ে কান থেকে বের করার চেষ্টা করেন তিনি, কিন্তু কিছুতেই বার করতে পারেন না তার উল্টো অসস্তি বাড়তে থাকে, নিয়ে আসা হয় পরিবারের তরফে হাবরা হাসপাতালে।
হাবরা হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস এর তত্ত্বাবধানে জরুরি বিভাগের কর্মীরা কান থেকে একটি মোরোলা মাছ বার করে । হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস জানান তার চাকরি জীবনে এই ধরনের ঘটনা শোনেননি কোনদিনও কানের ভেতরে অক্ষত রেখেই তিনি সেই মাছ বার করেন। হাসপাতাল কর্মী এবং হাসপাতাল সুপারের এই কাজে ধন্যবাদ জানিয়েছেন কানে ঢুকে যাওয়া ব্যক্তি কালিদাস তাপস রাহা ।
আরও পড়ুন – হাতি আটকাতে মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলে গভীর পরিখা কাটা হচ্ছে
কালিদাস তাপস রাহা নামে এক ব্যক্তি বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে নামে প্রত্যেক দিনের মতো, স্নান করতে নেমে ঘটে বিপত্তি কানের মধ্যে কিছু একটা ঢুকে যায় আর সাথে সাথে বাড়িতে গিয়ে কান থেকে বের করার চেষ্টা করেন তিনি, কিন্তু কিছুতেই বার করতে পারেন না তার উল্টো অসস্তি বাড়তে থাকে, নিয়ে আসা হয় পরিবারের তরফে হাবরা হাসপাতালে।
হাবরা হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস এর তত্ত্বাবধানে জরুরি বিভাগের কর্মীরা কান থেকে একটি মোরোলা মাছ বার করে । হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস জানান তার চাকরি জীবনে এই ধরনের ঘটনা শোনেননি কোনদিনও কানের ভেতরে অক্ষত রেখেই তিনি সেই মাছ বার করেন। হাসপাতাল কর্মী এবং হাসপাতাল সুপারের এই কাজে ধন্যবাদ জানিয়েছেন কানে ঢুকে যাওয়া ব্যক্তি কালিদাস তাপস রাহা । হাবরায় পুকুরে