বানজারা টিমের দুই মহিলা সদস্য গ্রেফতার । লেকটাউন দমদম পার্ক এলাকায় বেশ কয়েক মাস ধরে একাধিক চুরির ঘটনা ঘটছিল লেকটাউন থানার সেই সমস্ত অভিযোগ দায়ের হয় এরপরে পুলিশ তদন্তে নামে বেশকিছু জায়গার সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে বানজারা টিমের মহিলা সদস্য অভিনব পদ্ধতিতে বাচ্চা কোলে নিয়ে তারা বিভিন্ন বাড়িতে যেত এবং বলতো বাচ্চার খিদে পেয়েছে যদি কিছু খেতে দেয় এবং যখন বাড়ির মালিকরা অসহায় বাচ্চার মুখ দেখে খেতে দিত সেই সুযোগেই ঘরে ঢুকে সোনার গয়না থেকে শুরু করে মোবাইল ফোন ল্যাপটপ চুরি করে নিত ।
বেশ কিছুদিন আগে দমদম পার্কের একটি বাড়িতে ঢুকে কয়েক ভরি সোনার গয়না এইভাবেই অভিনব পদ্ধতিতে চুরি করে এছাড়া লেকটাউনের একাধিক এলাকায় দিনের পর দিন এই ঘটনা ঘটে চলছিল লেকটাউন থানার পুলিশ তদন্তে নেমে সূত্রপাত খবর পায় দমদম পার্ক এলাকায় একটি জায়গায় বানজারা টিমের মহিলা সদস্যরা বাচ্চা কোলে নিয়ে আবার এসেছে এর পরেই পুলিশ দমদম পার্ক এলাকা থেকে দুই বানজারা টিমের মহিলা সদস্য কে গ্রেপ্তার করে আজ তাদেরকে বিধাননগর আদালতে তোলা হচ্ছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ জানতে পেরেছে একটি বড়সড় চক্র কাজ করছে এই টিমে
আরও পড়ুন – কে অনুগামী সেজে দলের ভিতরে ঢুকে দলের বারোটা বাজাচ্ছে আমি জানি
উল্লেখ্য, লেকটাউন দমদম পার্ক এলাকায় বেশ কয়েক মাস ধরে একাধিক চুরির ঘটনা ঘটছিল লেকটাউন থানার সেই সমস্ত অভিযোগ দায়ের হয় এরপরে পুলিশ তদন্তে নামে বেশকিছু জায়গার সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে বানজারা টিমের মহিলা সদস্য অভিনব পদ্ধতিতে বাচ্চা কোলে নিয়ে তারা বিভিন্ন বাড়িতে যেত এবং বলতো বাচ্চার খিদে পেয়েছে যদি কিছু খেতে দেয় এবং যখন বাড়ির মালিকরা অসহায় বাচ্চার মুখ দেখে খেতে দিত সেই সুযোগেই ঘরে ঢুকে সোনার গয়না থেকে শুরু করে মোবাইল ফোন ল্যাপটপ চুরি করে নিত ।
বেশ কিছুদিন আগে দমদম পার্কের একটি বাড়িতে ঢুকে কয়েক ভরি সোনার গয়না এইভাবেই অভিনব পদ্ধতিতে চুরি করে এছাড়া লেকটাউনের একাধিক এলাকায় দিনের পর দিন এই ঘটনা ঘটে চলছিল লেকটাউন থানার পুলিশ তদন্তে নেমে সূত্রপাত খবর পায় দমদম পার্ক এলাকায় একটি জায়গায় বানজারা টিমের মহিলা সদস্যরা বাচ্চা কোলে নিয়ে আবার এসেছে এর পরেই পুলিশ দমদম পার্ক এলাকা থেকে দুই বানজারা টিমের মহিলা সদস্য কে গ্রেপ্তার করে আজ তাদেরকে বিধাননগর আদালতে তোলা হচ্ছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ জানতে পেরেছে একটি বড়সড় চক্র কাজ করছে এই টিমে