নুসরাতের হাতে মোবাইল টাকির ইছামতীর পাড়ে সেলফি জোন পেল পর্যটকরা

নুসরাতের হাতে মোবাইল টাকির ইছামতীর পাড়ে সেলফি জোন পেল পর্যটকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নুসরাতের হাতে মোবাইল টাকির ইছামতীর পাড়ে সেলফি জোন পেল পর্যটকরা।। গত ১৫, দিনে ৩,অভিনেত্রী ও মডেল এর মৃত্যুর রহস্য নুসরত। বসিরহাটের পর টাকি পৌরসভা সেলফি যোন পেল পর্যটকরা। বসিরহাটের ইতিমধ্যে ভারত বাংলাদেশের সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র বরাবরই ভারতীয় মানচিত্রে পর্যটন,জায়গা করে নিয়েছে। এবার পর্যটকদের কাছে এবং বাড়তি পাওনা হলো ইছামতীর পাড়ে সেলফি যোন পর্যটকদের কাছে ।

 

ইছামতীর পাড়ে তৈরি হয়েছে আই লাভ টাকি তার শুভ উদ্বোধন হলো আজ, সংসদ অভিনেত্রী নুসরাত জাহান, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪, পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সরোজ বন্দ্যোপাধ্যায় টাকি পৌরসভার সোমনাথ মুখোপাধ্যায় ভাই চেয়ারম্যান ফারুক গাজী সহ স্থানীয় নেতৃবৃন্দ টাকি পর্যটন কেন্দ্রে পাশাপাশি বসিরহাট এক নম্বর ব্লকের খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপারেশ মুখোপাধ্যায় এর উদ্যোগে মথুরাপুর গোবিন্দপুর শ্মশানের আধুনিকরণ বিশ্রামাগার পরিস্রুত পানীয় জল পরিষেবা কবে দাহ করা মানুষেরা।মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বৈতরণীর মধ্য একাধিক প্রকল্প শুভ উদ্বোধন করেন। পাশাপাশি তিনি বলেন, শ্মশানকালী আধুনিকরণের হিন্দু মুসলমান সম্প্রদায়ের এক মেলবন্ধনেই শ্মশানকালী তৈরি হয়েছে। যেখানে মানুষ শবদেহ করতে পারত না মৃত দেহ মাটিতে পুঁতে দিতে হতো। সেখানেই শ্মশান পেয়ে রীতিমত এখানকার মানুষের সুবিধা হবে।

আরও পড়ুন – কে অনুগামী সেজে দলের ভিতরে ঢুকে দলের বারোটা বাজাচ্ছে আমি জানি

আগামী দিনে যাতে এটা বৈদ্যুতিক চুল্লি হয় সবরকম চেষ্টা করব। পাশাপাশি দীর্ঘদিনের এই শ্মশানকালীর মানুষের দাবী ছিল এখানে একটি আধুনিক শ্মশানের মূল প্রাঙ্গণে যেতে টাকি রোড থেকে মূল রাস্তা প্রায় ৫০০, মিটার এই রাস্তার জমি দান করেছেন। পাচ মুসলিম ভাইরা জমিদান না করলে। শ্মশান এর মূল প্রাঙ্গণে আস্তে মানুষ দাহ করতে যেতে পারত না। সব মাটিতে মৃতদেহ খুঁজে দিতে হতো সব মিলিয়ে আজকের বৈদ্যুতিন প্রকল্পের মধ্যে শ্মশান আধুনিকরণ হয়। বাংলার সংস্কৃতির সম্প্রীতির মেলবন্ধন নিদর্শন হয়ে উঠল যেখানে সব ধর্মের মানুষ মিলনের মধ্য দিয়ে এই শ্মশান সম্প্রীতির বার্তা বহন করে। পাশাপাশি তিন অভিনেত্রী ও মডেল এর মৃত্যু নিয়ে তিনি বলেন একটা রহস্যময় মৃত্যু আমাদের কিছু আর বলার নেই উচ্চ আকাঙ্ক্ষা বিলাসিতা খুব তাড়াতাড়ি করে পৌঁছানোর মানসিক যন্ত্রণা থেকে নিজেদের শেষ করে দিচ্ছে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top