মামার বাড়ি বেড়াতে এসে, নিখোঁজ ছাত্রী, ৭২ ঘন্টার মধ্য উদ্ধার ওই ছাত্রী

মামার বাড়ি বেড়াতে এসে, নিখোঁজ ছাত্রী, ৭২ ঘন্টার মধ্য উদ্ধার ওই ছাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মামার বাড়ি বেড়াতে এসে, নিখোঁজ ছাত্রী, ৭২ ঘন্টার মধ্য উদ্ধার ওই ছাত্রী । স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে শিলিগুড়িতে মামার বাড়ি বেড়াতে এসেছিল ময়নাগুড়ির ১১ বছরের নন্দিনী রায়। ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নন্দিনী। শহর শিলিগুড়ির মেডিকেল কলেজ সংলগ্ন কাওয়াখালী পোরাঝাড়ে নন্দিনীর মামার বাড়ি। গত মঙ্গলবার মামা বাড়িতে একাই ছিল সে। ভরদুপুরে, বাড়িতে কেউ না থাকায়, বেড়া টপকে বেরিয়ে গিয়েছে বলে দাবি করে পরিজনেরা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে।পরিবার সুত্রে জানাগেছে ছাত্রীটিকে বুধবার ও বৃহস্পতিবার শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। সেই সুত্র ধরে পুলিশ শহরের সিসি ক্যামেরার ফুটেজ ধরে বিভিন্ন এলাকায় শুরু করে খোজ। শুক্রবার সকালে শিলিগুড়ি নিশিদ্ধপল্লি থেকে উদ্ধার হয় ওই ছাত্রী।

 

পুলিশ বিষয়টিকে অপহরনের দৃষ্টিতে তদন্ত শুরু করেছে।এই ঘটনায় ছাত্রীর সাথে মনা হালদার নামে মাটিগাড়ার এক মহিলা সহ মনোজ সাহানী,ওয়ার্ড নাম্বার ৪, মহারাজা কলোনী, চন্দন সাহানী,মাটিগাড়া, লালু,যাদব মাটিগাড়া,এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।বর্তমানে ছাত্রীটি সামান্য অচৈতন্য অবস্থায় রয়েছে। পরিবারের কাওকে চিনতে পারছেনা।নেশার কিছু খাইয়ে পাচারের ছক কষেছিল পাচারকারীরা বলে জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে।ঘটনায় আরও কে বা কারা জড়িত তা তদন্ত করেছে পুলিশ। ধৃত মনোজ সাহানী ও চন্দন সাহানীকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন – আফ্রিকায় চলতি বছরে কোভিডে মৃত্যু কমছে ৯৪ শতাংশ

উল্লেখ্য, স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে শিলিগুড়িতে মামার বাড়ি বেড়াতে এসেছিল ময়নাগুড়ির ১১ বছরের নন্দিনী রায়। ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নন্দিনী। শহর শিলিগুড়ির মেডিকেল কলেজ সংলগ্ন কাওয়াখালী পোরাঝাড়ে নন্দিনীর মামার বাড়ি। গত মঙ্গলবার মামা বাড়িতে একাই ছিল সে। ভরদুপুরে, বাড়িতে কেউ না থাকায়, বেড়া টপকে বেরিয়ে গিয়েছে বলে দাবি করে পরিজনেরা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে।পরিবার সুত্রে জানাগেছে ছাত্রীটিকে বুধবার ও বৃহস্পতিবার শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। সেই সুত্র ধরে পুলিশ শহরের সিসি ক্যামেরার ফুটেজ ধরে বিভিন্ন এলাকায় শুরু করে খোজ।

 

শুক্রবার সকালে শিলিগুড়ি নিশিদ্ধপল্লি থেকে উদ্ধার হয় ওই ছাত্রী।পুলিশ বিষয়টিকে অপহরনের দৃষ্টিতে তদন্ত শুরু করেছে।এই ঘটনায় ছাত্রীর সাথে মনা হালদার নামে মাটিগাড়ার এক মহিলা সহ মনোজ সাহানী,ওয়ার্ড নাম্বার ৪, মহারাজা কলোনী, চন্দন সাহানী,মাটিগাড়া, লালু,যাদব মাটিগাড়া,এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।বর্তমানে ছাত্রীটি সামান্য অচৈতন্য অবস্থায় রয়েছে। পরিবারের কাওকে চিনতে পারছেনা।নেশার কিছু খাইয়ে পাচারের ছক কষেছিল পাচারকারীরা বলে জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top