পঞ্চায়েতের প্রাক্তন ঠিকাদারের নামে আইসিডিএসের টিউবওয়েল চুরির অভিযোগে লিফলেট লাগানোকে ঘিরে তীব্র চাঞ্চল্য! মেদিনীপুর জেলার পটাশপুর দু’ নম্বর ব্লকের পঁচেট এলাকায়, তিনি এক সময় পঞ্চায়েতের টিউবওয়েল বসানো ও সারাইয়ের ঠিকাদারি কাজ করতেন। বর্তমানে শিবশংকর খিলার বিরুদ্ধে আইসিডিএসের টিউবওয়েল চুরির অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে শিবশংকর খিলারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তার নামে কু্ৎসা ও অপচার ছড়ানো হচ্ছে। যাতে তাকে আর কোন ভাবে কাজ করতে না দেওয়া হয়, বা পরবর্তী সময়ে তাকে টেন্ডার না দেওয়া হয় সেজন্য এই ধরনের কুৎসা রটানো হচ্ছে বলে জানান।
বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’ নম্বর ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের পঁচেটে গ্রামের বিভিন্ন এলাকায় লিফলেট পড়েছে যেখানে লেখা আছে “ পঁচেট পশ্চিম বুথের ICDS এর টিউয়েল চোর শিবশংকর খিলার এর শাস্তি চাই বিচার চাই।” এ প্রসঙ্গে পঁচেট গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রনব কর বলেন, আমরা এই ঘটনার খোঁজখবর নিচ্ছি। কে বা কারা এই লিফলেট ছড়িয়ে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ওই ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন – মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিজয় উল্লাস তৃনমূলে
উল্লেখ্য, মেদিনীপুর জেলার পটাশপুর দু’ নম্বর ব্লকের পঁচেট এলাকায়, তিনি এক সময় পঞ্চায়েতের টিউবওয়েল বসানো ও সারাইয়ের ঠিকাদারি কাজ করতেন। বর্তমানে শিবশংকর খিলার বিরুদ্ধে আইসিডিএসের টিউবওয়েল চুরির অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে শিবশংকর খিলারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তার নামে কু্ৎসা ও অপচার ছড়ানো হচ্ছে। যাতে তাকে আর কোন ভাবে কাজ করতে না দেওয়া হয়, বা পরবর্তী সময়ে তাকে টেন্ডার না দেওয়া হয় সেজন্য এই ধরনের কুৎসা রটানো হচ্ছে বলে জানান।
বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’ নম্বর ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের পঁচেটে গ্রামের বিভিন্ন এলাকায় লিফলেট পড়েছে যেখানে লেখা আছে “ পঁচেট পশ্চিম বুথের ICDS এর টিউয়েল চোর শিবশংকর খিলার এর শাস্তি চাই বিচার চাই।” এ প্রসঙ্গে পঁচেট গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রনব কর বলেন, আমরা এই ঘটনার খোঁজখবর নিচ্ছি। কে বা কারা এই লিফলেট ছড়িয়ে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ওই ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।