টেবিল টেনিস অ্যাকাডেমিকে পুনরায় চালু করার দাবিতে স্মারক্লিপি প্রদান করল আম আদমী পার্টির। শিলিগুড়ি জংশন এলাকায় টেবিল টেনিস অ্যাকাডেমিকে পুনরায় চালু করার দাবিতে স্মারক্লিপি প্রদান করল আম আদমী পার্টি। শুক্রবার নিউ জলপাইগুড়ির এডিআরএম অফিসে স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের তরফে।
অভিযোগ, ২০২০ সালে টেবিল টেনিস খেলার অগ্রগতির জন্য শিলিগুড়ি জংশনের বানী মন্দির স্কুলের সন্নিকটে তিন থেকে চার কোটি টাকা ব্যায়ে তৈরি করা হয়েছিল একটি টেবিল টেনিস অ্যাকাডেমি। এই অ্যাকাডেমি খোলার পর অনেকেই ভেবেছিল ফের হয়তো টেবিল টেনিস শহর শিলিগুড়িতে আবার টেবিল টেনিস নিয়ে স্বমহিমায় ফিরবে। এই অ্যাকাডেমির হাত ধরে তৈরি হবে আরোও মান্তু ঘোষ,গনেশ কুন্ডুর মতো খেলোয়ার।কিন্তু আশা আশাই রয়ে গেল। দু’বছর পেরিয়ে গেলেও আজও পরিতক্ত্য অবস্থায় পরে রয়েছে। তৈরি হয়েছে নেশার আতুরঘর।এমনটাই অভিযোগ দার্জিলিং জেলা আম আদমী পার্টির।
এদিন অবিলম্বে টেবিল টেনিস অ্যাকাডেমি চালুর দাবি জানিয়ে আন্দোলনে সরব হয় আম আদমী পার্টির সদস্যরা।এদিন তাদের দাবি সম্মেলিত স্বারকলিপি প্রদান করতে রেল আধিকারীকের দারস্থ হন। তবে তাদের দাবি পত্র আধিকারীকেরা গ্রহন না করায়, ক্ষোভের সঞ্চার হয় তাদের মধ্য এই দাবি নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সংগঠনের জেলা অধ্যক্ষ্য দিব্যেন্দু মজুমদার।
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
উল্লেখ্য, টেবিল টেনিস অ্যাকাডেমিকে পুনরায় চালু করার দাবিতে স্মারক্লিপি প্রদান করল আম আদমী পার্টির। শিলিগুড়ি জংশন এলাকায় টেবিল টেনিস অ্যাকাডেমিকে পুনরায় চালু করার দাবিতে স্মারক্লিপি প্রদান করল আম আদমী পার্টি। শুক্রবার নিউ জলপাইগুড়ির এডিআরএম অফিসে স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের তরফে।
অভিযোগ, ২০২০ সালে টেবিল টেনিস খেলার অগ্রগতির জন্য শিলিগুড়ি জংশনের বানী মন্দির স্কুলের সন্নিকটে তিন থেকে চার কোটি টাকা ব্যায়ে তৈরি করা হয়েছিল একটি টেবিল টেনিস অ্যাকাডেমি। এই অ্যাকাডেমি খোলার পর অনেকেই ভেবেছিল ফের হয়তো টেবিল টেনিস শহর শিলিগুড়িতে আবার টেবিল টেনিস নিয়ে স্বমহিমায় ফিরবে। এই অ্যাকাডেমির হাত ধরে তৈরি হবে আরোও মান্তু ঘোষ,গনেশ কুন্ডুর মতো খেলোয়ার।কিন্তু আশা আশাই রয়ে গেল। দু’বছর পেরিয়ে গেলেও আজও পরিতক্ত্য অবস্থায় পরে রয়েছে। তৈরি হয়েছে নেশার আতুরঘর।এমনটাই অভিযোগ দার্জিলিং জেলা আম আদমী পার্টির।