স্নান করতে নেমে জলে ঢুবে মৃত্যু হল এক ষষ্ঠম শ্রেণির পড়ুয়ার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া সুকান্ত পল্লি এলাকায়। মৃতের নাম দেবেশ মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দেবেশ ও কয়েকজন বাচ্চা স্থানীয় একটি বাওড়ে স্নান করতে নামে। সাঁতার না জানায় দেবেশ জলে ডুবে যায়।
অন্যান্য বাচ্চাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ছোটবেলায় দেবেশ কে ছেড়ে তার মা অন্যত্র চলে যান। বাবার দ্বিতীয় বিয়ে করে কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকেন। সুকান্ত পল্লীতে দেবেশ তার দাদু ঠাকুমার কাছে থাকতেন।
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
উল্লেখ্য, স্নান করতে নেমে জলে ঢুবে মৃত্যু হল এক ষষ্ঠম শ্রেণির পড়ুয়ার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া সুকান্ত পল্লি এলাকায়। মৃতের নাম দেবেশ মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দেবেশ ও কয়েকজন বাচ্চা স্থানীয় একটি বাওড়ে স্নান করতে নামে।
আরও পড়ুন – বাংলাদেশে পাচারের আগে উদ্ধার দশ লক্ষ টাকার ইয়াবা ও টাইডেল ট্যাবলেট
সাঁতার না জানায় দেবেশ জলে ডুবে যায়। অন্যান্য বাচ্চাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ছোটবেলায় দেবেশ কে ছেড়ে তার মা অন্যত্র চলে যান। বাবার দ্বিতীয় বিয়ে করে কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকেন। সুকান্ত পল্লীতে দেবেশ তার দাদু ঠাকুমার কাছে থাকতেন।