আগামী প্রজন্মকে তৈরী করার উদ্যোগ উইংশের, আর্ট গ্যালারিতে চলছে প্রদর্শনী। শিল্প সংস্কৃতির অন্যতম পিঠষ্ঠান প্রায় দেড়শো বছরের দোরগোড়ায় পৌঁছতে চলা জলপাইগুড়ি শহর। কি নেই এই প্রাচীন ঐতিহ্যবাহী শহরে, অনেক শিল্পীর মধ্যে এই শহরেও রয়েছে চিত্র শিল্পী থেকে চিত্রগ্রাহক, তবে আগামী প্রজন্ম যাতে জলপাইগুড়ির এই সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে শিখরে তারই উদ্যোগ নিলো এবার উইংস। শহরের আর্ট গ্যালারিতে পয়লা জুলাই থেকে উত্তরবঙ্গের বেশকিছু নামি এবং স্থানীয় চিত্র শিল্পী এবং চিত্র গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে এক্সজীবীশনের।
প্রায় ৩৪ জনের অংশগ্রহনে মোট ৭০টি শিল্পকলা প্রদর্শীত হচ্ছে এই এক্সজীবীশনে চলবে আগামী ৩ রা জুলাই পর্যন্ত,। তবে বর্তমানে জলপাইগুড়ি শহরের শিল্প সংস্কৃতির চর্চা এবং নতুন আংগীকে কিছু করার প্রবণতা কমে আসছে বলেই মনে করছেন এই শহরের ভূমিপুত্র বিখ্যাত চিত্র শিল্পী নিহার মজুমদার। ( বাইট ১).। অপরদিকে তিনদিন ব্যাপী চলা এই শুভ উদ্যোগের অন্যতম কান্ডারী শিল্পী অমর নাথ নন্দী বলেন, মূলত আগামী প্রজন্মকে এই ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবার মানসিকতা তৈরীর লক্ষেই এই আয়োজন।
আরও পড়ুন – কাঁথি পুরসভা ডেপুটেশন দিতে এসে কাউন্সিলরের হাতে শ্লীলতাহানি শিকার এক মহিলা
উল্লেখ্য, আগামী প্রজন্মকে তৈরী করার উদ্যোগ উইংশের, আর্ট গ্যালারিতে চলছে প্রদর্শনী। শিল্প সংস্কৃতির অন্যতম পিঠষ্ঠান প্রায় দেড়শো বছরের দোরগোড়ায় পৌঁছতে চলা জলপাইগুড়ি শহর। কি নেই এই প্রাচীন ঐতিহ্যবাহী শহরে, অনেক শিল্পীর মধ্যে এই শহরেও রয়েছে চিত্র শিল্পী থেকে চিত্রগ্রাহক, তবে আগামী প্রজন্ম যাতে জলপাইগুড়ির এই সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে শিখরে তারই উদ্যোগ নিলো এবার উইংস। শহরের আর্ট গ্যালারিতে পয়লা জুলাই থেকে উত্তরবঙ্গের বেশকিছু নামি এবং স্থানীয় চিত্র শিল্পী এবং চিত্র গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে এক্সজীবীশনের।
প্রায় ৩৪ জনের অংশগ্রহনে মোট ৭০টি শিল্পকলা প্রদর্শীত হচ্ছে এই এক্সজীবীশনে চলবে আগামী ৩ রা জুলাই পর্যন্ত,। তবে বর্তমানে জলপাইগুড়ি শহরের শিল্প সংস্কৃতির চর্চা এবং নতুন আংগীকে কিছু করার প্রবণতা কমে আসছে বলেই মনে করছেন এই শহরের ভূমিপুত্র বিখ্যাত চিত্র শিল্পী নিহার মজুমদার। ( বাইট ১).। অপরদিকে তিনদিন ব্যাপী চলা এই শুভ উদ্যোগের অন্যতম কান্ডারী শিল্পী অমর নাথ নন্দী বলেন, মূলত আগামী প্রজন্মকে এই ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবার মানসিকতা তৈরীর লক্ষেই এই আয়োজন।