গাড়ির উপর ভেঙে পড়লো গাছ। ফের একবার প্রশ্নের মুখে সল্টলেকের মাটির স্বাস্থ্য। না ঝড় না বৃষ্টি, তার মাঝেই ভেঙে পড়লো গাছ। আর তার জেরেই আতঙ্ক সল্টলেকে। অল্পের জন্য প্রাণ বাঁচলো এক গাড়ির চালক। ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি। আজ সল্টলেকের ১৩ নম্বর ট্যাংকের সামনে বি এস এন এল অফিসের সামনে একটি গাছ ভেঙে পড়ে দুটি দাড়িয়ে থাকা গাড়ির উপর।
দুমড়ে মুচড়ে যায় গাড়ির একাংশ। একটি গাড়ির মধ্যে সেই সময়। উপস্থিত ছিলেন গাড়ির চালক। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের দাবি হঠাৎই গোড়া থেকে উপরে যায় এই গাছটি আর মাটি থেকে উপরে উঠে আসে বালি। আর তার জেরেই ফের একবার প্রশ্নের মুখে বিধাননগরের মাটির স্বাস্থ্য। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পথচলতি মানুষদের মধ্যে।
আরও পড়ুন – যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকৃতি দেননা তাদের কাছে কী শিখব, শুভেন্দু
উল্লেখ্য, গাড়ির উপর ভেঙে পড়লো গাছ। ফের একবার প্রশ্নের মুখে সল্টলেকের মাটির স্বাস্থ্য। না ঝড় না বৃষ্টি, তার মাঝেই ভেঙে পড়লো গাছ। আর তার জেরেই আতঙ্ক সল্টলেকে। অল্পের জন্য প্রাণ বাঁচলো এক গাড়ির চালক। ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি। আজ সল্টলেকের ১৩ নম্বর ট্যাংকের সামনে বি এস এন এল অফিসের সামনে একটি গাছ ভেঙে পড়ে দুটি দাড়িয়ে থাকা গাড়ির উপর।
দুমড়ে মুচড়ে যায় গাড়ির একাংশ। একটি গাড়ির মধ্যে সেই সময়। উপস্থিত ছিলেন গাড়ির চালক। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের দাবি হঠাৎই গোড়া থেকে উপরে যায় এই গাছটি আর মাটি থেকে উপরে উঠে আসে বালি। আর তার জেরেই ফের একবার প্রশ্নের মুখে বিধাননগরের মাটির স্বাস্থ্য। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পথচলতি মানুষদের মধ্যে।