সৎ বাবার যৌনলালসার শিকার নাবালিকা মেয়ে ধর্ষণে অভিযোগে গ্রেপ্তার বাবা। রক্ষকই ভক্ষক সৎ বাবার হাতে ধর্ষণের শিকার মেয়ে বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিহাট গ্রামের ঘটনা। বছর ১৪,এর নাবালিকা ধর্ষণের গ্রেপ্তার খোদ সৎ বাবা। বছর ৩৫এর শে আশরাফূল হক গতকাল বৃহস্পতিবার নিজের বাড়িতে বিকেলবেলা ওই নাবালিকা ঘরের মধ্যে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে।
এই ঘটনা জানাজানি হতেই কাটিয়াহাট পুলিশফারি পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে সৎ বাবা তথা আশরাফুল হককে গ্রেফতার করে। এবং ওই নাবালিকাকে মেডিকেল পরীক্ষা করার জন্য থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে গ্রেপ্তার হয়েছে আশরাফুল। অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে কে পূনর নির্মাণ করে, বাদুড়িয়া থানার পুলিশ ।
আজ ধৃতকে বসিরহাট মহাকুম আদালতে তোলা হবে। ওই নির্যাতিতা নাবালিকার বসিরহাট জেলা হাসপাতালে একদিকে মেডিকেল পরীক্ষা কবে হবে, অন্যদিকে আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দী দেবেন। পুলিশ হেফাজতের নেয়ার জন্য বসিরহাট কাছে আবেদন ।
আরও পড়ুন – 44 তম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ে
উল্লেখ্য, বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিহাট গ্রামের ঘটনা। বছর ১৪,এর নাবালিকা ধর্ষণের গ্রেপ্তার খোদ সৎ বাবা। বছর ৩৫এর শে আশরাফূল হক গতকাল বৃহস্পতিবার নিজের বাড়িতে বিকেলবেলা ওই নাবালিকা ঘরের মধ্যে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে। এই ঘটনা জানাজানি হতেই কাটিয়াহাট পুলিশফারি পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে সৎ বাবা তথা আশরাফুল হককে গ্রেফতার করে। এবং ওই নাবালিকাকে মেডিকেল পরীক্ষা করার জন্য থানায় নিয়ে আসা হয়।
নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে গ্রেপ্তার হয়েছে আশরাফুল। অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে কে পূনর নির্মাণ করে, বাদুড়িয়া থানার পুলিশ । আজ ধৃতকে বসিরহাট মহাকুম আদালতে তোলা হবে। ওই নির্যাতিতা নাবালিকার বসিরহাট জেলা হাসপাতালে একদিকে মেডিকেল পরীক্ষা কবে হবে, অন্যদিকে আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দী দেবেন। পুলিশ হেফাজতের নেয়ার জন্য বসিরহাট কাছে আবেদন জানিয়েছে