পথ দূর্ঘটনায় মৃত্যু হল নবদ্বীপের দুই যুবকের। মন্দিরে জল ঢালতে গিয়ে মৃত্যু হল নবদ্বীপের দুই যুবকের। মৃত দুই যুবকের নাম অসিত ঘোস, ২৮/৩০ ও সমীর ঘোষ, ৩৩। তদের দুজনেরই বাড়ি নবদ্বীপ বিধান সভা এলাকার উত্তর ঘোষ পাড়া মহিশুড়া গামপঞ্চায়েত এলাকায়। পরিবার সুত্রে জানা যায় গতকাল ভোর রাতে এলাকার কয়েকজন মিলে পূর্বস্থলির জামাল পুর মন্দিরে জল ঢালতে যাবার জন্য বাড়ি থেকে যায়।তাদের কাছে খবর আসে পারুলিয়া এলাকায় এক লড়ি তাদের পিষে দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশ গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে কালনা মহুকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকর দুই তরতাজা যুবকের এহেন মর্মান্তি মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়।
আরও পড়ুন – বঙ্গবিভূষন নিচ্ছেন না নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন!
উল্লেখ্য, মন্দিরে জল ঢালতে গিয়ে মৃত্যু হল নবদ্বীপের দুই যুবকের। মৃত দুই যুবকের নাম অসিত ঘোস, ২৮/৩০ ও সমীর ঘোষ, ৩৩। তদের দুজনেরই বাড়ি নবদ্বীপ বিধান সভা এলাকার উত্তর ঘোষ পাড়া মহিশুড়া গামপঞ্চায়েত এলাকায়। পরিবার সুত্রে জানা যায় গতকাল ভোর রাতে এলাকার কয়েকজন মিলে পূর্বস্থলির জামাল পুর মন্দিরে জল ঢালতে যাবার জন্য বাড়ি থেকে যায়।তাদের কাছে খবর আসে পারুলিয়া এলাকায় এক লড়ি তাদের পিষে দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশ গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে কালনা মহুকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকর দুই তরতাজা যুবকের এহেন মর্মান্তি মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়। পথ দূর্ঘটনায়