বিস্ফোরক আমডাঙার বিধায়ক রফিকুর রহমান

বিস্ফোরক আমডাঙার বিধায়ক রফিকুর রহমান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিস্ফোরক আমডাঙার বিধায়ক রফিকুর রহমান । আমডাঙ্গা থানার হাবরা নৈহাটি রোডের উপর দারিয়াপুর এলাকার হাটের মালিকের ছেলেকে দুষ্কৃতিদের মারধরের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে কার্যত আমডাঙ্গা থানার আইসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান । তিনি বলেন গতকালের ঘটায় কে মাদক বিক্রি করছিল তা আমি জানি ।

 

গত চার পাঁচ দিন আগে তাকে আমডাঙ্গা থানার পুলিশ ধরেছিল মধ্যরাতে তাকে ছেড়ে দেওয়া হয় । হিরোইন ও গাঁজার স্টকিস আমডাঙ্গা থানার আইসি অঞ্জন দত্ত । তার আমলেই আমডাঙায় নিশার পরিমাণ বেড়েছে, এই মুহূর্তে আম ডাঙ্গার বিভিন্ন এলাকার ৩০ জন যুবক নেশা মুক্তি কেন্দ্রে তার বাড়ির পয়সায় চিকিৎসা চালাচ্ছে। অবিলম্বে আমডাঙা থানার আইসি কে সেখান থেকে না সরালে আরো বেশি অশান্তি হবে মত প্রকাশ করেন আমডাঙার বিধায়ক ।

 

প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ করেছিল সাধারণ মানুষ সেই প্রশ্নের উত্তরে বিধায়ক জানান প্রশাসনের নিষ্ক্রিয়তা পয়সা পায় বলে । তিনি সাধারণ মানুষের জন্য দাবি করেন এই আইসি যদি আমডাঙায় থাকে তাহলে আমডাঙায় শান্তি ফিরবে না । শুধু নেশাই নয় তিনি আরো দাবি করেন আমডাঙ্গা থানার আইসি ইন্ধনে চলছে আমডাঙ্গা কলেজের পাশে লোটোর ব্যবসা । স্বাভাবিকভাবে বিধায়কের এই বক্তব্যের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা আমডাঙা জুড়ে । এখন দেখার বিধায়কের এই বক্তব্যের পরে কি ব্যবস্থা নেওয়া হয় আমডাঙা থানার আইসির বিরুদ্ধে ।

আরও পড়ুন – জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

উল্লেখ্য, বিস্ফোরক আমডাঙার বিধায়ক রফিকুর রহমান । আমডাঙ্গা থানার হাবরা নৈহাটি রোডের উপর দারিয়াপুর এলাকার হাটের মালিকের ছেলেকে দুষ্কৃতিদের মারধরের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে কার্যত আমডাঙ্গা থানার আইসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান । তিনি বলেন গতকালের ঘটায় কে মাদক বিক্রি করছিল তা আমি জানি ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top