মোবাইল দিয়ে রাজবংশী/কামতাপুরি ভাষায় অ্যাকশন ভিডিও বানিয়ে নজির পাঁচ যুবকের। আর্থিক অনটনেও এই প্রথম ময়নাগুড়ি তে রাজবংশী/কামতাপুরী অ্যাকশন ভিডিও বানিয়ে নজির ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি এলাকার যুবকদের। রাজবংশী /কামতাপুরী ভাষায়, কমেডি, নাটক, আধুনিক গানের পর এইবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি পূর্ব বড় গিলা গ্রামের ৫ জন যূবক এদের মধ্যে কেউ পড়াশুনা করে আবার কেউ চা পাতা কাটার কাজ করে,ভিডিও বানানো র জন্য নেই কোন সরঞ্জাম,নেই ভালো ক্যামেরা,কম্পিউটার ,তবুও একমাত্র মনের জোড়ে অ্যাকশন ভিডিও বানিয়ে নিজের নজির সৃষ্টি করলেন।
টিমের সদস্য মদন রায় ও কৌশিক রায় বলেন যে বন্ধু রা টিক টিক ভিডিও বানাত সেই দেখে তখন থেকেই কিছু একটা করার ইচ্ছে জাগে এরপর কয়েক জন বন্ধু মিলে কাজ শুরু করি, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অনটন আমাদের কাছে নেই কোন ক্যামেরা, কম্পিউটার বা অন্য কিছু হাতে শুধু মোবাইল আর কিছু নেই, খরচ জোগান দেওয়ার জন্য চা পাতা কাটার কাজ করি সেই টাকা দিয়ে শুটিং এর খরচের টাকা জোগাড় করি, তাই এর মধ্যে একটা হামার ফোর টুয়ান টি(হামার ৪২০) নামে একটা ইউটিউব চ্যানেল তৈরী করি যদি কিছু করতে পারি।
আরও পড়ুন – ঢাক ঢোল বাজিয়ে জলপাইগুড়ি শহরে নুকুল দানা বিতরণ বিজেপির
উল্লেখ্য, আর্থিক অনটনেও এই প্রথম ময়নাগুড়ি তে রাজবংশী/কামতাপুরী অ্যাকশন ভিডিও বানিয়ে নজির ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি এলাকার যুবকদের। রাজবংশী /কামতাপুরী ভাষায়, কমেডি, নাটক, আধুনিক গানের পর এইবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি পূর্ব বড় গিলা গ্রামের ৫ জন যূবক এদের মধ্যে কেউ পড়াশুনা করে আবার কেউ চা পাতা কাটার কাজ করে,ভিডিও বানানো র জন্য নেই কোন সরঞ্জাম,নেই ভালো ক্যামেরা,কম্পিউটার ,তবুও একমাত্র মনের জোড়ে অ্যাকশন ভিডিও বানিয়ে নিজের নজির সৃষ্টি করলেন।
টিমের সদস্য মদন রায় ও কৌশিক রায় বলেন যে বন্ধু রা টিক টিক ভিডিও বানাত সেই দেখে তখন থেকেই কিছু একটা করার ইচ্ছে জাগে এরপর কয়েক জন বন্ধু মিলে কাজ শুরু করি, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অনটন আমাদের কাছে নেই কোন ক্যামেরা, কম্পিউটার বা অন্য কিছু হাতে শুধু মোবাইল আর কিছু নেই, খরচ জোগান দেওয়ার জন্য চা পাতা কাটার কাজ করি সেই টাকা দিয়ে শুটিং এর খরচের টাকা জোগাড় করি, তাই এর মধ্যে একটা হামার ফোর টুয়ান টি(হামার ৪২০) নামে একটা ইউটিউব চ্যানেল তৈরী করি যদি কিছু করতে পারি।