শপিং মলের দ্রব্য রিটার্ন করতে গিয়ে খোয়া গেলো ৪লক্ষ টাকা, গ্রেফতার এক

শপিং মলের দ্রব্য রিটার্ন করতে গিয়ে খোয়া গেলো ৪লক্ষ টাকা, গ্রেফতার এক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শপিং মলের দ্রব্য রিটার্ন করতে গিয়ে খোয়া গেলো ৪লক্ষ টাকা। গ্রেফতার এক। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এফ ডি ব্লকের বাসিন্দা দৈমন্তি ভট্টাচার্য্য ৭ এপ্রিল ২০২০ সালে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তিনি একটি শপিং মল থেকে কিছু দ্রব্য কিনেছিলেন। তবে সেই দ্রব্য গুলি পরিবর্তন করে অন্য দ্রব্য কিনবেন ভেবে গুগলে কাস্টমার কেয়ার নম্বর সার্চ করে অভিযোগকারিণী।

 

তবে সেখানের নম্বরে ফোন করলে তাকে জানানো হয় যে আগের দ্রব্যের টাকা পরে রিফান্ড হবে তবে নতুন দ্রব্য ক্রয়ে টাকা পাঠাতে হবে একাউন্টে। সেই অনুযায়ী তিনি একটি ট্রান্সফার উইন্ডো দিয়ে টাকা পেমেন্ট করতে গেলে তার একাউন্ট থেকে ৪লক্ষ ৩৭হাজার ৯৯৯টাকা উধাও হয়ে যায়। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে বেশিরভাগ টাকা গিয়ে পৌছেছে বিহারের বাসিন্দা অরবিন্দ কুমার যাদবের কাছে।

 

পুলিশ সূত্রে খবর তাকে তলব করা হলেও হাজির হননি তিনি। অবশেষে বিহারের ওঝা বাথান থেকে অভিযুক্ত অরবিন্দকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন – সাংবাদিক বৈঠকে, মমতা – মোদী কে এক যোগে আক্রমন অধীর চৌধুরীর

উল্লেখ্য, শপিং মলের দ্রব্য রিটার্ন করতে গিয়ে খোয়া গেলো ৪লক্ষ টাকা। গ্রেফতার এক। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এফ ডি ব্লকের বাসিন্দা দৈমন্তি ভট্টাচার্য্য ৭ এপ্রিল ২০২০ সালে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তিনি একটি শপিং মল থেকে কিছু দ্রব্য কিনেছিলেন। তবে সেই দ্রব্য গুলি পরিবর্তন করে অন্য দ্রব্য কিনবেন ভেবে গুগলে কাস্টমার কেয়ার নম্বর সার্চ করে অভিযোগকারিণী। তবে সেখানের নম্বরে ফোন করলে তাকে জানানো হয় যে আগের দ্রব্যের টাকা পরে রিফান্ড হবে তবে নতুন দ্রব্য ক্রয়ে টাকা পাঠাতে হবে একাউন্টে।

 

সেই অনুযায়ী তিনি একটি ট্রান্সফার উইন্ডো দিয়ে টাকা পেমেন্ট করতে গেলে তার একাউন্ট থেকে ৪লক্ষ ৩৭হাজার ৯৯৯টাকা উধাও হয়ে যায়। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে বেশিরভাগ টাকা গিয়ে পৌছেছে বিহারের বাসিন্দা অরবিন্দ কুমার যাদবের কাছে। পুলিশ সূত্রে খবর তাকে তলব করা হলেও হাজির হননি তিনি। অবশেষে বিহারের ওঝা বাথান থেকে অভিযুক্ত অরবিন্দকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top